ঝালকাঠিত জেলা ছাত্রলীগের উদ্যাগে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিত ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগ র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করছে। তবে ঝালকাঠি সড়ক দূর্ঘটনার কারনে নিহত ও আহতদের সহানুভূতি প্রকাশের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জন করা হয়।

মঙ্গলবার বিকেলে ৫টায় জেলা শিল্পকলা একাডমী মিলনায়তনে আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ১৪ দলের সম্বন্য়ক আলহাজ্ব আমির হাসন আমু এমপি ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন।

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুর সভাপতিত্বে আলোচনা সভায় অতীতে যারা জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন সেই সকল সভাপতি ও সম্পাদকদের আলোচনা সভায় অতিথি রাখা হয়েছে। এদের মধ্যে তরুণ কর্মকার,আবু সাঈদ খান, নাসির উদ্দিন কবির, রজাউল করিম জাকির, জামাল হাসন মিঠু, এসএম আলামিন, রিফাত হাসান রুবেল, আশিকুর রহমান দিপু, সৈয়দ হাদিসুর রহমান মিলন ও শফিকুল ইসলাম শফিক।

এছাড়াও জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ। এর পূর্বে বিকাল সাড় ৪টায় শিল্পকলা একাডমী থেকে সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের হয়। শহরটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডমীতে এসে শেষ হয়।

বাধন রায়/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »