ঝালকাঠিতে গণতন্ত্র দিবস ও গনতন্ত্র হত্যা দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি: ৫ জানুয়ারি ২০২২ গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ মিছিল করেছে।

সকাল ১১টায় আদালত চত্বর থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মানান রসুল ও যুগ্ম সম্পাদক তরুণ কর্মকারর নেতত্বে মিছিল বের করা হয়। মিছিলে নেতাকর্মী ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা অংশ নেন। মিছিলকারীরা বিএনপি-জামায়াতর সকল নৈরাজ্য প্রতিহত করার ঘাষণা দেন।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ গণতন্র প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাদের প্রতিহত করার জন্য মাঠ আছি এবং থাকব।

এদিকে ঝালকাঠিত গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন করছে জেলা বিএনপি।বুধবার সকাল সাড় ১০টায় শহরর পূর্বচাঁদদকাঠি জেলা বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা।

এত জেলা বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হাসান, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হাসন, জেলা যুবদলের আহবায়ক মো. শামীম তালুকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, শ্রমিক দলর সভাপতি টিপু সুলতান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।

বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। বিএনপির কর্মসূচির খবর পেয়ে পুলিশ এস নেতাকর্মীদর সরিয়ে দিলে তারা আদালত চত্বরে এসে অবস্থান নেন।

বাধন রায়/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »