ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. সেকেন্দার আলী শিকদার (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষের লোকজন।
এসময় ওই বাড়ির বসত ঘর ভাংচুর করেন হামলাকারীরা। গুরুতর আহত ওই বৃদ্ধকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে।আহত সেকেন্দার আলী শিকদার ওই গ্রামের মৃত আব্দুল হাকিম শিকদারের ছেলে।
আহত হাকিম শিকদারের ছেলে মো. হাসিবুল ইসলাম জানান, ওই দিন সকাল ৭টার দিকে তার পিতা নিজ বাড়ির উঠানে ধানের খর শুকাতে রোদে দিচ্ছিলেন।এসময় বাড়ির পাশের আলমগীর শিকদার বনু ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ বাড়িতে আক্রমন চালিয়ে বসত ঘর ভাংচুর করে।এ সময় পিতা সেকেন্দারকে কুপিয়ে ও মা ফিরোজা বেগমকে পিটিয়ে আহত করে। জমি দখলের জন্য তারা দীর্ঘ দিন ধরে তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করে আসছে।
এ ব্যাপারে থানার অফিসার ইন চার্জ (ওসি, তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা কার হলে তাদের পাওয়া যায় নি।তবে স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস শিকদার জানান, এমন হামলার খবর শুনেছি, খবর শুনে সেখানে যাওয়ার কালে আহত বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিতে দেখি ।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস