ভিয়েনা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইউরো বাংলা টাইমস`র ফেলে আসা এক বছর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • ২০ সময় দেখুন

 মাহবুবুর রহমান, এডিটর ইন চিফঃ গত ২০২০ সালের ২১ ডিসেম্বর বিজয়ের মাসে ইউরো বাংলা টাইমস আলোর মুখ দেখেছিল।অগণিত পাঠকের হৃদয় জয় করে ইউরো বাংলা টাইমস চোখের পলকে প্রথম বর্ষ পার করল।এই এক বছরে শুধু একটি পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে নয়, সমাজ উন্নয়নেও ভূমিকা রেখেছে পত্রিকাটি। “আংশিক নয় পুরো সত্য” প্রকাশে ইউরো বাংলা টাইমস কখনো পিছপা হয়নি।মুক্তিযুদ্ধের পক্ষে ইউরো বাংলা টাইমস`র অবস্থান ছিল স্পষ্ট।আগামী দিনেও সত্য প্রকাশে কখনো পিছিয়ে থাকবে না।

বহু চড়াই-উতরাই, আনন্দ-বেদনার সব স্মৃতি আজ আনমনা করে তোলে।এই চলার পথে সংগ্রামটা গুরুত্বপূর্ণ,এবং সফলতা পেরিয়েই সার্থকতা। একে অন্যের পরিপূরক।এর মধ্য দিয়েই পূর্ণতা পায় জীবনের বৃত্ত।পৃথিবীতে অনেক উদ্যোগ ও চেষ্টা কম-বেশি সফল হয়; কিন্তু সার্থক কাজ সে-তুলনায় খুবই কম। সার্থক হতে হলে  উদ্দেশ্য হতে হয় সুন্দর এবং সমাজ-সংস্কৃতিতে এর গ্রহণযোগ্য- হয়ে ওঠা জরুরি। ইউরো বাংলা টাইমস প্রকাশের পেছনে আমাদের এবং সহকর্মীদের এই  চেতনা ও প্রতিজ্ঞা সব সময় সক্রিয় রাখতে হয়েছে।জানি না কতোটা সার্থক হতে পেরেছি আমরা। সে-বিচারের ভার শুধু আপনাদেরই হাতে।আপনারা কেবল পাঠক নন, বৃহৎ পরিবারেরই অংশ এবং পথপ্রদর্শকও।

সর্বোপরি সময়।এর চেয়ে বড় অংশীদার, বড় বিচারক আর কিছু হতে পারে না।তাই সময়ের সঙ্গে থাকি, সামনেও থাকতে চাই।আবারও সময়কে শিরোধার্য করা হয়েছে আগামী দিনের জন্য।এখনকার এবং ভবিষ্যতের যে ডিজিটাল প্রজন্ম, তার  সংস্কৃতি, প্রয়োজন আর চিন্তাধারার বাহক।সারা দুনিয়া আজ মহামারী করোনায় আক্রান্ত।একে উপেক্ষা করার উপায় আছে কি?

অন্যের নয়, নিজেদের ঐশ্বর্যেই উৎসবকে যে, আনন্দময় করে তোলা যায়, সেই দৃষ্টান্ত স্থাপনই আমাদের একমাত্র উদ্দেশ্য।কিছু অনিয়মিত কথার মধ্য দিয়ে এবারের লিখা শুরু করেছিলাম। দু-চারটা কথার সুবাদে আপনাদের সঙ্গে এখানে আরেকটু থাকতে চাই। মনে রাখবেন, জীবন খুব  ছোট; কিন্তু পৃথিবীটা অনেক বড়।মানুষ আরও বড় ও অফুরন্ত।যা কিছুই করি না কেন, তাতে যদি মানুষের কল্যাণ মর্মে রাখি, হৃদয়ে লালন করে চলি; উপলব্ধ হবে জীবন অনেক বড় হয়ে উঠেছে আর পৃথিবী হয়ে এসেছে ছোট।এ-জায়গায় যে পৌঁছতে পারে, সে-ই সব থেকে সার্থক।এই দায়িত্ববোধ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমাদের আশাবাদী করে।

আমাদের সব সময়ই চেষ্টা থাকে সত্য সংবাদ উপহার দিতে,কতটুকু পেরেছি সেই বিচারের ভার শুধুই আপনাদের উপর ।

বাংলাদেশের তথা বাংলাভাষা নিয়ে সুদূর ইউরোপ থেকে “সংবাদ- সংযোগ- সম্পর্ক” এই স্লোগান নিয়ে আমাদের আত্মপ্রকাশ।অতএব, এখন থেকে প্রতিদিন, প্রতিক্ষণ আমরা আছি আপনাদেরই সঙ্গে, যুগ থেকে যুগান্তরে ।

পরিশেষে প্রত্যাশা, ফেলে আসা ১ টি বছরের মতো সামনেও আপনারা থাকবেন ইউরো বাংলা টাইমস পরিবারের পাশে।সঙ্গী হবেন আমাদের প্রতিটি উদ্যোগে।সবাইকে আবারও শুভেচ্ছা।

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরো বাংলা টাইমস`র ফেলে আসা এক বছর

আপডেটের সময় ০৬:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

 মাহবুবুর রহমান, এডিটর ইন চিফঃ গত ২০২০ সালের ২১ ডিসেম্বর বিজয়ের মাসে ইউরো বাংলা টাইমস আলোর মুখ দেখেছিল।অগণিত পাঠকের হৃদয় জয় করে ইউরো বাংলা টাইমস চোখের পলকে প্রথম বর্ষ পার করল।এই এক বছরে শুধু একটি পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে নয়, সমাজ উন্নয়নেও ভূমিকা রেখেছে পত্রিকাটি। “আংশিক নয় পুরো সত্য” প্রকাশে ইউরো বাংলা টাইমস কখনো পিছপা হয়নি।মুক্তিযুদ্ধের পক্ষে ইউরো বাংলা টাইমস`র অবস্থান ছিল স্পষ্ট।আগামী দিনেও সত্য প্রকাশে কখনো পিছিয়ে থাকবে না।

বহু চড়াই-উতরাই, আনন্দ-বেদনার সব স্মৃতি আজ আনমনা করে তোলে।এই চলার পথে সংগ্রামটা গুরুত্বপূর্ণ,এবং সফলতা পেরিয়েই সার্থকতা। একে অন্যের পরিপূরক।এর মধ্য দিয়েই পূর্ণতা পায় জীবনের বৃত্ত।পৃথিবীতে অনেক উদ্যোগ ও চেষ্টা কম-বেশি সফল হয়; কিন্তু সার্থক কাজ সে-তুলনায় খুবই কম। সার্থক হতে হলে  উদ্দেশ্য হতে হয় সুন্দর এবং সমাজ-সংস্কৃতিতে এর গ্রহণযোগ্য- হয়ে ওঠা জরুরি। ইউরো বাংলা টাইমস প্রকাশের পেছনে আমাদের এবং সহকর্মীদের এই  চেতনা ও প্রতিজ্ঞা সব সময় সক্রিয় রাখতে হয়েছে।জানি না কতোটা সার্থক হতে পেরেছি আমরা। সে-বিচারের ভার শুধু আপনাদেরই হাতে।আপনারা কেবল পাঠক নন, বৃহৎ পরিবারেরই অংশ এবং পথপ্রদর্শকও।

সর্বোপরি সময়।এর চেয়ে বড় অংশীদার, বড় বিচারক আর কিছু হতে পারে না।তাই সময়ের সঙ্গে থাকি, সামনেও থাকতে চাই।আবারও সময়কে শিরোধার্য করা হয়েছে আগামী দিনের জন্য।এখনকার এবং ভবিষ্যতের যে ডিজিটাল প্রজন্ম, তার  সংস্কৃতি, প্রয়োজন আর চিন্তাধারার বাহক।সারা দুনিয়া আজ মহামারী করোনায় আক্রান্ত।একে উপেক্ষা করার উপায় আছে কি?

অন্যের নয়, নিজেদের ঐশ্বর্যেই উৎসবকে যে, আনন্দময় করে তোলা যায়, সেই দৃষ্টান্ত স্থাপনই আমাদের একমাত্র উদ্দেশ্য।কিছু অনিয়মিত কথার মধ্য দিয়ে এবারের লিখা শুরু করেছিলাম। দু-চারটা কথার সুবাদে আপনাদের সঙ্গে এখানে আরেকটু থাকতে চাই। মনে রাখবেন, জীবন খুব  ছোট; কিন্তু পৃথিবীটা অনেক বড়।মানুষ আরও বড় ও অফুরন্ত।যা কিছুই করি না কেন, তাতে যদি মানুষের কল্যাণ মর্মে রাখি, হৃদয়ে লালন করে চলি; উপলব্ধ হবে জীবন অনেক বড় হয়ে উঠেছে আর পৃথিবী হয়ে এসেছে ছোট।এ-জায়গায় যে পৌঁছতে পারে, সে-ই সব থেকে সার্থক।এই দায়িত্ববোধ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমাদের আশাবাদী করে।

আমাদের সব সময়ই চেষ্টা থাকে সত্য সংবাদ উপহার দিতে,কতটুকু পেরেছি সেই বিচারের ভার শুধুই আপনাদের উপর ।

বাংলাদেশের তথা বাংলাভাষা নিয়ে সুদূর ইউরোপ থেকে “সংবাদ- সংযোগ- সম্পর্ক” এই স্লোগান নিয়ে আমাদের আত্মপ্রকাশ।অতএব, এখন থেকে প্রতিদিন, প্রতিক্ষণ আমরা আছি আপনাদেরই সঙ্গে, যুগ থেকে যুগান্তরে ।

পরিশেষে প্রত্যাশা, ফেলে আসা ১ টি বছরের মতো সামনেও আপনারা থাকবেন ইউরো বাংলা টাইমস পরিবারের পাশে।সঙ্গী হবেন আমাদের প্রতিটি উদ্যোগে।সবাইকে আবারও শুভেচ্ছা।