যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে টর্নেডোর ছোবলে অন্তত ৫০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য কেনটাকিতে ভয়াবহ টর্নেডোর আঘাতে অন্তত ৫০ জন মারা গেছে। রাজ্যের গভর্ণর গণমাধ্যমকে বলেন, ঝড়ের ফলে দেশের বড় অংশ বিধ্বস্ত হয়েছে। গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, ২০০ মাইল বেগে ধাবিত এই শক্তিশালী টর্নেডোতে কেনটাকির বেশ কয়েকটি কাউন্টি বিধ্বস্ত হয়েছে।

এই দুর্যোগকে কেনটাকির ইতিহাসে সবচেয়ে মারাত্মক টর্নেডো উল্লেখ করে তিনি বলেন.  “আমি আশঙ্কা করছি প্রাণহানির সংখ্যা  ৫০ জনেরও বেশি, সম্ভবত  কোথাও ৭০ থেকে ১০০ জনেরও বেশি হতে পারে, এটি অত্যন্ত ধ্বংসাত্মক।”

গভর্ণর বলেন, মেফিল্ড শহরে একটি মোমবাতি কারখানার ছাদ ধসে ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।”বেশিয়ার বলেন, “মধ্যরাতের আগে জরুরি অবস্থা ঘোষণা করেছি।”

ঘূর্ণিঝড়টির আঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এর আগে শুক্রবার ঝড়টি মার্কিন ইলিনয়েস রাজ্যে বয়ে গেলে আমাজন কোম্পানির বিশাল গুদামের ভেতরে প্রায় ১০০ শ্রমিক আটকে পড়ে। কর্মকর্তারা শনিবার ভোররাত পর্যন্ত শ্রমিকদের উদ্ধারে  নিয়োজিত ছিলেন। কর্মচারীদের এক তৃতীয়াংশকে ধ্বংসস্তুপের ভেতর থেকে উদ্ধার করা হয়।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »