স্পোর্টস ডেস্ক: ট্রাভিস হেডের সেঞ্চুরি ও ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাটিং নৈপুণ্যে বড় লিড নিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ব্রিজবেন টেস্টের দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৩৪৩ রান করে অসিরা। অস্ট্রেলিয়া ১৯৬ রানে এগিয়ে।ওয়ার্নার ৯৪ রানে আউট হলেও, হেড অপরাজিত রয়েছেন ১১২ রানে।
সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ইংল্যান্ডকে ১৪৭ রানে অলআউট করে দেয় অস্ট্রেলিয়া। বল হাতে ৩৮ রানে ৫ উইকেট নেন অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক প্যাট কামিন্স। বৃষ্টির কারণে প্রথম দিন ব্যাট করতে পারেনি অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার দ্বিতীয় দিন নিজেদের ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। ৩ রান করে ইংল্যান্ডের পেসার ওলি রবিনসনের বলে আউট হন হ্যারিস। এরপর লাবুশেনকে নিয়ে ১৫৬ রানের জুটি গড়েন ওয়ার্নার। এই জুটিতে লিড নেয় অস্ট্রেলিয়া। সেই সঙ্গে দুজনই হাফসেঞ্চুরির দেখা পান। ৪৮তম ওভারে লাবুশেনকে শিকার করে ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। ১১৭ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৭৪ রান করেন লাবুশেন।
চার নম্বরে নেমে সুবিধা করতে পারেননি গত অ্যাশেজের সর্বোচ্চ রান সংগ্রাহক স্টিভ স্মিথ। ১২ রান করেন তিনি। তবে অন্যপ্রান্তে সেঞ্চুরির পথেই ছিলেন ওয়ার্নার। কিন্তু ওয়ার্নারকে সেঞ্চুরি বঞ্চিত করেন রবিনসন। ১৭৬ বল মোকাবেলায় ১১টি চার ও ২টি ছক্কায় ৯৪ রান করা ওয়ার্নারকে আউট করেন রবিনসন।
ওয়ার্নারকে তুলে নেওয়ার পরের বলেই ক্যামেরুন গ্রিনকে আউট করেন রবিনসন। খালি হাতে ফিরেন গ্রিন। ফলে ৬ রানের মধ্যে স্মিথ-ওয়ার্নার ও গ্রিনকে হারিয়ে ১৯৫ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে অসিরা।
এ অবস্থায় ষষ্ঠ উইকেটে অ্যালেক্স ক্যারিকে নিয়ে ৪১ ও সপ্তম উইকেটে অধিনায়ক কামিন্সকে নিয়ে ৭০ রান যোগ করেন হেড। ক্যারি ও কামিন্স ১২ রান করে করেন।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ