আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি উদ্ধারকর্মীরা মঙ্গলবার একটি আবাসিক ভবনের ধ্বংসস্তুপ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। গ্যাস বিস্ফোরণে ভবনটি ধ্বংস হয়েছে বলে মনে করা হচ্ছে।
ভবনটি থেকে একজন নারী ও এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে তবে আরও দুই ব্যক্তি নিখোঁজ রয়েছে। বিস্ফোরণে ওই নারী ও শিশুসহ আরও তিনজন আহত হয়েছে।
ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর সানারি-সুর- মের ভবনটি ধসে পড়ার সময় আট কিলোমিটার (পাঁচ মাইল) দূর থেকে শব্দ শোনা যাচ্ছিল।
উদ্ধার কর্মীরা জানান, নিখোঁজ দুই ব্যক্তি হলেন ” একজন প্রাপ্ত বয়স্ক নারী ও তার ছেলে। তারা নিচতলায় থাকতেন।”
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে গ্যাসের গন্ধ পায়। আঞ্চলিক কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ” দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ