ভিয়েনা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৯ম দিনের শুনানি চলছে লালমোহনে ৭’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুসলিম হওয়া সত্ত্বেও বিপুল সংখ্যক ইহুদি ভোটাররা মামদানিকে ভোট দিয়েছেন অভিযুক্ত ১৫ শীর্ষ সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে যা জানালো সেনা সদর হাঙ্গেরিতে পুতিন-ট্রাম্প বৈঠকের জন্য শর্ত এখনও পূরণ হয়নি – রাশিয়া টাঙ্গাইলে মুগ বলে মথবিজ ডাল বিক্রি, রঙ মিশ্রণ : দুই ব্যবসায়ীকে জরিমানা লালমোহনে ধানের শীষের প্রচারণায় শ্রমিকদল সভাপতি লোকমান হোসেন লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়, ৪০ হাজার টাকা জরিমানা ধানের শীষকে জয়ীকে করার আহ্বান এ্যাড. জয়নুল আবেদীনের

পাকিস্তানে শ্রীলঙ্কার নাগরিককে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • ১৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটে শুক্রবার একটি কারখানার ব্যবস্থাপককে নির্যাতন করা হয়েছে। এতে ওই ব্যক্তির মৃত্যু হলে পরে তাঁর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এসব তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পুলিশ জানায়, দলবদ্ধ নির্যাতনের শিকার হয়ে নিহত হওয়া প্রিয়ান্তা কুমারা শ্রীলঙ্কার নাগরিক। শিয়ালকোটের একটি কারখানায় ব্যবস্থাপক হিসেবে চাকরি করতেন তিনি। এ ঘটনার মূলহোতাসহ অন্তত ১০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনাকে ‘ভয়ানক ও বেআইনি হামলা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এটি পাকিস্তানের জন্য লজ্জাজনক। পধানমন্ত্রীর দপ্তর থেকে তদন্ত কার্যক্রম তদারক করা হচ্ছে বলেও জানান তিনি। ইমরান খান বলেন, যারা জড়িত, আইনের সর্বোচ্চ ব্যবহার করে সবার শাস্তি নিশ্চিত করা হবে।

পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ ঘটনাকে নিন্দনীয় ও লজ্জাজনক বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, চিফ অব স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন।

পাঞ্জাবের বিশিষ্ট আলেম তাহির মেহমুদ আশরাফি ঘটনার পর আলেমদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে সংঘবদ্ধ নির্যাতনে হত্যার ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে বলেছেন, এ ঘটনার মধ্য দিয়েই ‘ইসলামের অবমাননা করা হয়েছে।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাকিস্তানে শ্রীলঙ্কার নাগরিককে হত্যা

আপডেটের সময় ০৫:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটে শুক্রবার একটি কারখানার ব্যবস্থাপককে নির্যাতন করা হয়েছে। এতে ওই ব্যক্তির মৃত্যু হলে পরে তাঁর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এসব তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পুলিশ জানায়, দলবদ্ধ নির্যাতনের শিকার হয়ে নিহত হওয়া প্রিয়ান্তা কুমারা শ্রীলঙ্কার নাগরিক। শিয়ালকোটের একটি কারখানায় ব্যবস্থাপক হিসেবে চাকরি করতেন তিনি। এ ঘটনার মূলহোতাসহ অন্তত ১০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনাকে ‘ভয়ানক ও বেআইনি হামলা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এটি পাকিস্তানের জন্য লজ্জাজনক। পধানমন্ত্রীর দপ্তর থেকে তদন্ত কার্যক্রম তদারক করা হচ্ছে বলেও জানান তিনি। ইমরান খান বলেন, যারা জড়িত, আইনের সর্বোচ্চ ব্যবহার করে সবার শাস্তি নিশ্চিত করা হবে।

পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ ঘটনাকে নিন্দনীয় ও লজ্জাজনক বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, চিফ অব স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন।

পাঞ্জাবের বিশিষ্ট আলেম তাহির মেহমুদ আশরাফি ঘটনার পর আলেমদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে সংঘবদ্ধ নির্যাতনে হত্যার ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে বলেছেন, এ ঘটনার মধ্য দিয়েই ‘ইসলামের অবমাননা করা হয়েছে।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ