চীনে করোনা সংক্রমণের উৎসের সন্ধানদাতাদের জন্য পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: চীনে নতুন করে করোনা বেড়ে যাওয়ায় এই মহামারি পুরোপুরি নির্মূলে “জনযুদ্ধের” অংশ হিসাবে কোভিড আক্রান্ত নগরীগুলোতে ভাইরাস ছড়িয়ে পড়ার সর্বশেষ উৎস খুঁজে বের করার জন্য সন্ধানদাতাদের হাজার হাজার ডলার দেয়ার প্রস্তাব করা হয়েছে।

চীন মঙ্গলবার ৪৩ জনের কোভিড ডেল্টা ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার রিপোর্ট প্রকাশ করেছে। গত তিন সপ্তাহে ২০টি প্রদেশ ও অঞ্চলে এদের শনাক্ত করা হয়। বিশ্বের অনেক দেশ কোভিড বিধিনিষেধ প্রত্যাহার করলেও বেইজিং কর্মকর্তারা শূন্য কোভিড কৌশল হিসেবে কঠোরভাবে সীমান্ত বন্ধ, নির্দিষ্ট লক্ষ্যস্থলে লকডাউন এবং দীর্ঘ মেয়াদে কোয়ারেন্টাইন বজায় রেখেছে।

তবে বর্তমানে চীনের ৪০টির বেশী শহরে করোনার প্রাদুর্ভাব রয়েছে, রাশিয়ার সীমান্তের কাছে উত্তরাঞ্চলীয় শহর হেইহি’র কর্মকর্তরা বলেছেন, যারা করোনার উৎস সম্পর্কে তথ্য দেবে তাদের ১ লাখ ইউয়ান (১৫,৫০০ ডলার) পুরস্কার দেয়া হবে।

নগর সরকার এক বিবৃতিতে বলেছে, “যত তাড়াতাড়ি সম্ভব এই ভাইরাসের প্রতিরোধ ও নিয়ন্ত্রন যুদ্ধে প্রাদুর্ভাবের উৎস উদঘাটন করার জন্য এর ট্রান্সমিশন শৃংঙ্খল খুঁজে বের করতে হবে, এ জন্য জনগণকে পুরস্কৃত করতে হবে।”

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »