ভিয়েনা ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালনে পুলিশের বাধা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ১৩ সময় দেখুন

নরসিংদী প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদীতে আয়োজিত বিএনপির আলোচনা সভায় বাধা দেয় পুলিশ। রোববার বিকেলে জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

সভা চলাকালে নেতাকর্মীদের ছত্রভঙ্গসহ পুলিশ গণগ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জেলা বিএনপির চিনিশপুর কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবসের আনুষ্ঠানিকতা ঘিরে ব্যাপক নেতাকর্মীর সমাগম ঘটে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনুষ্ঠান সংক্ষিপ্ত করার তাগিদ দেয় পুলিশ। একাধিকবার তাগিদের পর কার্যালয়ের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের পুলিশ ধাওয়া দেয় এবং গণগ্রেপ্তারের চেষ্টা চালায়। ওই সময় নেতাকর্মীরা দৌড়ে সটকে পড়ে।

খবর পেয়ে সাংবাদিকরা ছবি তুলতে ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় সাংবাদিকদের বাধা দেয় পুলিশ। পরে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। পুলিশের এমন কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকরা। পরে সদর থানার ওসি সওগাতুল আলম উপস্থিত হয়ে সাংবাদিকের ক্যামেরা ফিরিয়ে দেন। পুলিশি বাধায় ওই সময়ই বিএনপির আলোচনা সভা সমাপ্ত করা হয়। তবে বিএনপির সমাবেশ থেকে কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নরসিংদীতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালনে পুলিশের বাধা

আপডেটের সময় ০৬:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১

নরসিংদী প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদীতে আয়োজিত বিএনপির আলোচনা সভায় বাধা দেয় পুলিশ। রোববার বিকেলে জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

সভা চলাকালে নেতাকর্মীদের ছত্রভঙ্গসহ পুলিশ গণগ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জেলা বিএনপির চিনিশপুর কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবসের আনুষ্ঠানিকতা ঘিরে ব্যাপক নেতাকর্মীর সমাগম ঘটে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনুষ্ঠান সংক্ষিপ্ত করার তাগিদ দেয় পুলিশ। একাধিকবার তাগিদের পর কার্যালয়ের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের পুলিশ ধাওয়া দেয় এবং গণগ্রেপ্তারের চেষ্টা চালায়। ওই সময় নেতাকর্মীরা দৌড়ে সটকে পড়ে।

খবর পেয়ে সাংবাদিকরা ছবি তুলতে ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় সাংবাদিকদের বাধা দেয় পুলিশ। পরে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। পুলিশের এমন কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকরা। পরে সদর থানার ওসি সওগাতুল আলম উপস্থিত হয়ে সাংবাদিকের ক্যামেরা ফিরিয়ে দেন। পুলিশি বাধায় ওই সময়ই বিএনপির আলোচনা সভা সমাপ্ত করা হয়। তবে বিএনপির সমাবেশ থেকে কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ