পিরোজপুরে ইউপি নির্বাচনী প্রচারনা কালে হামলায় বাড়ি-ঘর ভাংচুর; আহত-৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরে নির্বাচনী প্রচারনাকালে প্রতিপক্ষের হামলায় বাড়ি-ঘর ও মালামাল ভাংচুর  সহ ৩ কর্মীকে  কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। আহতদের জেলার নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) জেলার সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের  স্বতন্ত্র প্রার্থী মো. আলতাফ হোসেন (  ঘোড়া প্রতীক)
এর সমর্থকদের উপর ওই হামলা চালানো হয়। হামলায় স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেনের কর্মী ওই ইউনিয়নের  ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আলী আক্কাস গাজী (৫২), চুঙ্গাপাশা গ্রামের টুটুল শেখ (৪২) ও রাসেল মাঝি (২৭) গুরুতর আহত হয়েছেন।

হামলায় আহত  ইউপি মেম্বার আলী আক্কাস গাজী জানান,  প্রার্থী সহ আমরা ৫-৬ জন কর্মী  ওই দিন সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের কাথুলিয়া নারিকেল বাড়ি গ্রামে প্রচারনায় যাই। এ সময় ওই গ্রামের গনেশ হালদারের  বাড়িতে গেলে ঐ ইউনিয়নের  আ’লীগের সভাপতি ও  নৌকা প্রতীকের বিদ্রোহী প্রার্থী (আনারশ প্রতীক) নোমান মৃধার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হকিষ্টিক, রাম দা সহ ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়।  এ সময়  আমরা আত্মরক্ষার্থে গনেশ  হালদারের  ঘরে আশ্রয় নিলে হামলাকারীরা তার ঘরের দরজা-জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমাদের উপর হামলা  চালায়।

এ ব্যাপারে দায়িত্বরত চিকিৎসক ডাঃ জেরিন সুলতানা জানান, আহতদের অবস্থা গুরতর। এদের মধ্যে একজনের মাথায় কোপ রয়েছে। তিনি  আশংকা জনক।

ওই বাড়ির মালিক প্রতক্ষদর্শী গনেশ   হালদার জানান, নির্বাচনী প্রচারনা কালে এক গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে  ধাওয়া দিলে তারা   আমার ঘরে ডুকে ঘরের দরজা আটকে নিরাপদে আশ্রয় নেন। এ সময় হামলাকারী অন্য গ্রুপ ঘরের দরজা জানালা ভেঙ্গে তাদের মারধর করা সহ ঘরের আসবাব পত্র, টিভি, ফ্রিজ সহ সকল মালামাল ভাংচুর করে। এতে আমার ঘরে এখন কিছুই নাই।

এ ব্যাপারে জানতে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মো. নোমান মৃধার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, তিনি বা তার কোন লোক ওই হামলা সাথে জড়িত নন। মুলত: ওই হামলা করেছে নৌকা প্রতীকের লোকজন। নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বীতা আমার  (নোমান মৃধা) সাথে হওয়ায় আমার বিরুদ্ধে এমন অভিযোগ করে আমাকে হয়রানীর চেষ্টা চলছে।

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, আ’লীগের বিদ্রোহী প্রার্থী নোমান মৃধা ও স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেনের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়েছে। এতে রাব্বি হোসেন নামের একজনকে আটক করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »