ভিয়েনা ১২:০০ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • ১৯ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর :  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  শ মরেজাউল করিম বলেছেন শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার। দেশের সাংবাদিক সমাজ ও সংবাদপত্র শিল্পের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার যা করেছে তা সাংবাদিকদের কাছে চির স্মরনীয় হয়ে থাকবে । ‘৭৫ পরবর্তীকালে অন্য কোনো সরকার সাংবাদিকদের জন্য কার্যত কিছুই করে নি।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক এবং যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ এর সাথে পিরোজপুর প্রেসক্লাবের সদস্যদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আজ যেমন উন্নয়নের আলোক বর্তিকা সামনে ধরে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে আমাদের পিরোজপুরও তাই হবে। পিরোজপুর জেলাও বাংলাদেশের মধ্যে হবে একটা উন্নয়নের, শান্তিপ্রিয়
এবং সাম্প্রদায়িক  সম্প্রীতির রোলমডেল। এসময় মন্ত্রী সাংবাদিকদের দেশের উন্নয়নের কথা, অনিয়মের কথা, দুর্নীতির কথাসহ সম্ভাবনার কথা তুলে ধরার আহ্বান জানান।

বিএফইউজে সভাপতি ওমর ফারুক তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, বিগত দিনের মত সাংবাদিকদের  অধিকারের  লড়াইয়ে দেশের সকল সাংবাদিকদের সাথে নিয়ে আমরা এক সাথে এগিয়ে যাব।

পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটির আহ্বায়ক গৌতম নারায়ন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএফইউজে এর নবনির্বাচিত মহাসচিব ওমর ফারুক, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহমুদ হোসেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেটের সময় ০৬:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর :  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  শ মরেজাউল করিম বলেছেন শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার। দেশের সাংবাদিক সমাজ ও সংবাদপত্র শিল্পের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার যা করেছে তা সাংবাদিকদের কাছে চির স্মরনীয় হয়ে থাকবে । ‘৭৫ পরবর্তীকালে অন্য কোনো সরকার সাংবাদিকদের জন্য কার্যত কিছুই করে নি।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক এবং যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ এর সাথে পিরোজপুর প্রেসক্লাবের সদস্যদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আজ যেমন উন্নয়নের আলোক বর্তিকা সামনে ধরে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে আমাদের পিরোজপুরও তাই হবে। পিরোজপুর জেলাও বাংলাদেশের মধ্যে হবে একটা উন্নয়নের, শান্তিপ্রিয়
এবং সাম্প্রদায়িক  সম্প্রীতির রোলমডেল। এসময় মন্ত্রী সাংবাদিকদের দেশের উন্নয়নের কথা, অনিয়মের কথা, দুর্নীতির কথাসহ সম্ভাবনার কথা তুলে ধরার আহ্বান জানান।

বিএফইউজে সভাপতি ওমর ফারুক তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, বিগত দিনের মত সাংবাদিকদের  অধিকারের  লড়াইয়ে দেশের সকল সাংবাদিকদের সাথে নিয়ে আমরা এক সাথে এগিয়ে যাব।

পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটির আহ্বায়ক গৌতম নারায়ন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএফইউজে এর নবনির্বাচিত মহাসচিব ওমর ফারুক, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহমুদ হোসেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস