বইপ্রকাশে সাউন্ডবাংলা’র বই উপহার কর্মসূচি অনুষ্ঠিত

ঢাকা থেকে হাফিজা লাকীঃ বইপ্রকাশে সৃজনশীল লেখক-কবি-সাহিত্যিক-সাংবাদিকদেরকে উৎসাহ প্রদানের জন্য সাউন্ডবাংলা’র বই উপহার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে অংশ নেয়া ১৮ জনকে ১০০০ টাকা মূল্যমানের ১৮০০০ টাকার প্রদান করেন কলামিস্ট মোমিন মেহেদী। ২৮ অক্টোবর সকাল ১০ টা থেকে শুরু হওয়া ‘বইয়ের প্রাণ পাঠক-বইয়ের প্রাণ লেখক’ শীর্ষক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাউন্ডবাংলা’র পরিচালক শান্তা ফারজানা, পাঠক মঞ্চ-এর সদস্য রাকিব ঢালী, ইভানা শাহীন, মেহেরুন নেসা মিম প্রমুখ।

বইপ্রকাশে আগ্রহী লেখকদেরকে পান্ডুলিপিসহ আসার আহবান জানান সাউন্ডবাংলা’র নির্বাহী পরিচালক মোমিন মেহেদী। তিনি এসময় বলেন, মান সম্পন্ন পান্ডুলিপি পেলে লেখক সম্মানি দিয়ে নতুন লেখকদের বই প্রকাশে সাউন্ডবাংলা কাজ করছে। এই ধারা অব্যহত থাকবে বরাবরের মত।

ঢাকা/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »