ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর : মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, শেখ রাসেল আমাদের প্রেরনার উৎস। কেননা শিশু রাসেলের বুদ্ধিমত্তা ও দেশপ্রেম থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।রাসেল বাঙ্গালী জাতীর একটি প্রেরনার নাম।
সোমবার(১৮অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীতে শেখ রাসেল-এর জন্ম দিন উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য কালে তিনি এ কথা বলেন।এ সময় মন্ত্রী আরো বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা বঙ্গবন্ধূকে স্ব-পরিবারে হত্যা করেই ক্ষান্ত হয় নি।মানুষরূপী হায়ানারা সেদিন নিস্পাপ অবুঝ শিশু রাসেলকে নির্মম ভাবে হত্যা করে ইতিহাসকে কলংকিত করেছে ।
জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, সিভিল সার্জন ডা. হাসনাত ইফসুফ জাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম প্রমুখ।
এদিন এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান সেমিনার, আলোচনা সভা, ছবি আঁকা, রচনা প্রতিযোগীতা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
এ ছাড়া জেলার নাজিরপুরে ওই দিন সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্প স্তম্ভক অর্পন, আলোচনা সভা ও শিশুদের
জন্যবিভিন্ন প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আল-মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা মো.মাসুম মিয়া প্রমুখ।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস