আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে (৮৯) বুধবার সন্ধ্যায় নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এটি নিশ্চিত করা হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিনি গত ২ দিন ধরে হালকা জ্বরে ভুগছেন। উন্নত চিকিৎসা এবং সুস্থতার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে এআইআইএমএসের কার্ডিও-নিউরো বিভাগে নেওয়া হয়েছে। সেখানে কার্ডিওলজির অধ্যাপক ডা. নীতিশ নায়কের তত্ত্বাবধানে আছেন মনমোহন সিং। তার কিছু মেডিকেল পরীক্ষা করা হচ্ছে।
এদিকে এআইসিসির সম্পাদক প্রণব ঝা টুইটারে জানিয়েছেন, মনমোহন সিংয়ের অবস্থা স্থিতিশীল।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ