আন্তর্জাতিক ডেস্ক: গ্রীসের ক্রেট দ্বীপে শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্প মঙ্গলবার আঘাত হেনেছে। এথেন্স অবজারভেটরি জানিয়েছে, ভূমিকম্পে কেউ হতাহত হয়নি। খবর এএফপি’র।
অবজারভেটরি এক বিবৃতিতে বলেছে, গ্রিনিজ মান সময় ০৯২৪ টায় অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল এথেন্সের ৪০৫ কিলোমিটার (২৫০ মাইল) দক্ষিণ-পূর্বে সমুদ্রের গভীরে ও জাক্রোস গ্রাম থেকে ২৪ কিলোমিটার দূরে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্রেট ও ডোডেকানিজ দ্বীপে ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
গ্রীক ভূকম্পনবিদ গেরাসিমোস পাপাডোপলোস স্কাই রেডিওকে বলেছেন, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রের গভীরে, জনবহুল জায়গা থেকে অনেক দূরে।”
দুই সপ্তাহ আগে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একজনের প্রাণহানি, ১০ জন আহত ও ক্রিটে ভবন ক্ষতিগ্রস্থ হওয়ার পর এই ভূমিকম্প আঘাত হানলো।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ