ভিয়েনা ০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
  • ১৮ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে একটি তেলের ডিপোতে বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনীর জাহরানি তেলের ডিপোর একটি পেট্রল ট্যাংকে সোমবার সকালে এই আগুন লাগে। সাথে সাথেই আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।

চার ঘণ্টা ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ সময় পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজধানী বৈরুত থেকে দক্ষিণের দিকে প্রধান মহাসড়ক বন্ধ করে দিয়েছিল সেনাবাহিনী। আগুনে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এই তেলের ডিপো লেবাননের সবচেয়ে বড় দুটি বিদ্যুৎকেন্দ্রের কাছে। পর্যাপ্ত জ্বালানি না থাকায় এই কেন্দ্র দুটি দুইদিন আগেই বন্ধ হয়ে গেছে।

রোববার জাহরানি এবং দেইর আমমার বিদ্যুৎকেন্দ্র আবার সচল করার জন্য সেনাবাহিনীর কাছ থেকে তেল গ্যাস সরবরাহ পেয়েছে।

কিন্তু বৈরুতের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে জাহরানি বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

তবে ঘটনাস্থলের কাছের একটি প্ল্যানটেশনের কর্মী বলেছেন, ট্যাংকে আগুন লাগার আগে একটি বিকট আওয়াজ শুনেছেন তিনি। ট্যাংকটিতে তিন লাখ লিটার পেট্রল ছিল বলে জানা গেছে।

লেবাননে এর আগে গত বছর বৈরুতের বন্দরে রাসায়নিকের গুদামে বড় ধরনের বিস্ফোরণে ২১৯ জনের মৃত্যু এবং কয়েকহাজার মানুষ আহত হয়েছিল।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লেবাননে তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেটের সময় ০৬:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে একটি তেলের ডিপোতে বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনীর জাহরানি তেলের ডিপোর একটি পেট্রল ট্যাংকে সোমবার সকালে এই আগুন লাগে। সাথে সাথেই আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।

চার ঘণ্টা ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ সময় পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজধানী বৈরুত থেকে দক্ষিণের দিকে প্রধান মহাসড়ক বন্ধ করে দিয়েছিল সেনাবাহিনী। আগুনে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এই তেলের ডিপো লেবাননের সবচেয়ে বড় দুটি বিদ্যুৎকেন্দ্রের কাছে। পর্যাপ্ত জ্বালানি না থাকায় এই কেন্দ্র দুটি দুইদিন আগেই বন্ধ হয়ে গেছে।

রোববার জাহরানি এবং দেইর আমমার বিদ্যুৎকেন্দ্র আবার সচল করার জন্য সেনাবাহিনীর কাছ থেকে তেল গ্যাস সরবরাহ পেয়েছে।

কিন্তু বৈরুতের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে জাহরানি বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

তবে ঘটনাস্থলের কাছের একটি প্ল্যানটেশনের কর্মী বলেছেন, ট্যাংকে আগুন লাগার আগে একটি বিকট আওয়াজ শুনেছেন তিনি। ট্যাংকটিতে তিন লাখ লিটার পেট্রল ছিল বলে জানা গেছে।

লেবাননে এর আগে গত বছর বৈরুতের বন্দরে রাসায়নিকের গুদামে বড় ধরনের বিস্ফোরণে ২১৯ জনের মৃত্যু এবং কয়েকহাজার মানুষ আহত হয়েছিল।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ