বিশ্বের ধনী দেশ সমূহের টিকাদানের কৌশল ‘অনৈতিক এবং মূর্খতা’-জাতিসংঘের মহাসচিব

রয়টার্স জানিয়েছে বিশ্বে এই পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছে প্রায় ৫০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি এক আন্তর্জাতিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্বের ধনী দেশ সমূহের টিকাদান কর্মসূচির সমালোচনা করে বলেন,‘দরিদ্র দেশগুলোকে টিকা পাওয়ার সুযোগ বন্ধ করে দেওয়ায় মহামারির বিরুদ্ধে ধনী দেশগুলোর নিজস্ব সুরক্ষা ঝুঁকিতে রয়েছে।’তাই তিনি ধনী দেশ সমূহের এই নীতিতে অনৈতিক ও মূর্খতা বলে আখ্যায়িত করেছেন।

তিনি আরও বলেন, ‘যেসব দেশ তাদের জনসংখ্যার ৪০ শতাংশের বেশি টিকাদান করেছে, তারা কোভিড-১৯ সংকট বন্ধ করতে খুব কম কাজ করছে। যেখানে তাদের এটা নিশ্চিত করা উচিত যেসব দেশে ভাইরাসের প্রাদুর্ভাব এখনো রয়ে গেছে, সেসব দেশে টিকা পৌঁছেছে কি না।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু”(WHO) চেয়েছিল,এই সেপ্টেম্বরের মধ্যেই যেন বিশ্বের প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষ টিকার সম্পূর্ণ ডোজ পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘বিশ্বের ৫৬টি দেশে এই লক্ষ্য এখনও পূরণ করা সম্ভব হয়নি। তিনি বলেন এর জন্য অবশ্য আমরা দায়ী নই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বর্তমানে বিশ্বে প্রতি মাসে দেড় বিলিয়ন করোনার প্রতিষেধক টিকার ডোজ তৈরি করা হচ্ছে। এই হিসেবে এক সপ্তাহের কম উৎপাদিত টিকা দিয়েই ১০ শতাংশের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব। উল্লেখ্য, নিম্ন আয়ের দেশগুলো ১ শতাংশের অর্ধেকের কম টিকা পেয়েছে। আফ্রিকায় মাত্র ৫ শতাংশের কম লোকের টিকার পুরো ডোজ সম্পন্ন হয়েছে। এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান দুজনই উপস্থিত ছিলেন।

এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছেন, এই পর্যন্ত বিশ্বে করোনায় প্রায় ৫০ লাখ মানুষ মৃত্যুবরণ করেছেন।বৈশ্বিক মহামারী করোনায় সবচেয়ে বেশী মানুষ মৃত্যুবরণ করেছে যুক্তরাষ্ট্রে।

করোনায় যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৭,৩২,৪৭৭ জন,মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল ৬,০০,৪৯৩ জন এবং তৃতীয় স্থানে ভারত ৪,৫০,৬০১ জন।

এদিকে আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,৮৬৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৭৫ জন।

অস্ট্রিয়ার অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৪৮৬ জন, NÖ রাজ্যে ৩৪৬ জন, Steiermark রাজ্যে ২২৯ জন, Salzburg ২১৫ জন, Kärnten রাজ্যে ১২৮ জন, Tirol রাজ্যে ১০৭ জন, Burgenland রাজ্যে ৪৫ জন এবং Vorarlberg রাজ্যে ৩৭ জন নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সারা দেশে করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ১৭,৬০৬ ডোজ এবং এই পর্যন্ত মোট টিকা দেয়া হয়েছে ১,০৯,৪০,৫৫৬ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৫৪ লাখ ৭৩ হাজার ৫৮০ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬১,৩ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭,৫৯,৫৪৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১,০৯০ জন।করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৭,২৮,১৮৭ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২০,২৬৬ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ২১৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৩১ জন।বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »