অস্ট্রিয়া করোনার সংক্রমণের দিক দিয়ে গত এপ্রিল মাসের অবস্থায় ফিরে এসেছে

রাজধানী ভিয়েনায় গতকাল নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছে ৭৯৩ জন

ইউরোপ ডেস্কঃ গতকাল অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২,৬৯৩ জন,যা গত এপ্রিল মাসের পর সর্বোচ্চ সংখ্যক। গতকাল করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ১২ জন। রাজধানী ভিয়েনায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৯৩ জন। ভিয়েনার এই সংক্রমণের সংখ্যাও গত এপ্রিল মাসের পর সর্বোচ্চ সংখ্যক।

অস্ট্রিয়ার অন্যান্য রাজ্যের মধ্যে আজ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন OÖ রাজ্যে ৬০৬ জন, Steiermark রাজ্যে ৪৪৩ জন, NÖ রাজ্যে ৩৩৪ জন, Tirol রাজ্যে ১৯৯ জন, Salzburg রাজ্যে ১৭৩ জন, Vorarlberg রাজ্যে ৫৫ জন, Kärnten রাজ্যে ৫২ জন এবং Burgenland রাজ্যে ৩৮ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গতকাল সমগ্র দেশে করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ১২,২২৬ ডোজ এবং মোট টিকাদানের পরিমাণ ১,০৮,৯৫,০৭৭ ডোজ।অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৫৪ লাখ ৪৬ হাজার ৬১০ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬১ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭,৫৩,৮৩২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১,০৬১ জন।করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ৭,২২,৫৮৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২০,১৮৫ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ২২৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৫৪ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »