
চরফ্যাসনে বাবার ১০ বছর পর এবার ছেলে রহস্যজনক নিখোঁজ : উদ্বেগ আশংকায় পরিবার
জামাল মোল্লা,চরফ্যাসন (ভোলা) : চরফ্যাসনের দুলারহাট থানার আহমদপুর গ্রামের তরুণ শাহ আলম মাতাব্বরের রহস্যজনক নিখোঁজের ঘটনা নিয়ে উদ্বেগ-আতংক বাড়ছে সব মহলে। নিখোঁজের ১৭ দিনেও কোন সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মনে যেমন অজানা আশংকা জমতে শুরু করেছে তেমনি আতংকে আছেন শাহ আলমের পরিবারের সাথে জমি জমা নিয়ে বিরোধে জড়িয়ে থাকা প্রতিবেশী ও প্রতিপক্ষরা। ১০ বছর…