ভিয়েনা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয় বারের মতো ক্ষমতায় জাস্টিন ট্রুডো

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ১৪ সময় দেখুন

Canadian Prime Minister and Liberal Party leader Justin Trudeau (2R) arrives with his family to cast his vote in the 2021 Canadian election in Montreal, Quebec on September 20, 2021. - Voters lined up to cast ballots in Canadian elections that are headed for a photo finish, with liberal Prime Minister Justin Trudeau's bid for a third term threatened by rookie conservative leader Erin O'Toole's strong challenge. (Photo by Andrej Ivanov / AFP) (Photo by ANDREJ IVANOV/AFP via Getty Images)

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতা ধরে রাখার চ্যালেঞ্জে ফের জয়ী হলেন জাস্টিন ট্রুডো। এর মধ্যদিয়ে, তৃতীয় বারের মতো ক্ষমতা নিশ্চিত করেছেন তিনি। তবে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ব্যর্থ হলো তার দল, লিবারেল পার্টি।

সংবিধান অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে পার্লামেন্টের তিনশ’ ৩৮টি আসনের মধ্যে পেতে হবে একশ’ ৭০টি আসন। তবে ট্রুডোর ক্ষমতাসীন দল লিবারেল পার্টি পেয়েছে, একশ’ ৫৬টি আসন। আর প্রধান বিরোধীদল কনজার্ভেটিভ পার্টি পেয়েছে একশ’ ২২টি আসন। প্রাথমিক ফল প্রকাশের পরই, বিজয় উল্লাসে মেতেছেন লিবারেল সমর্থকরা। তবে একে অর্থ ও সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন বিরোধী নেতারা। মধ্যবর্তী এ নির্বাচনকে জুয়ার সাথে তুলনা করেছেন তারা। তাদের অভিযোগ, করোনা পরিস্থিতির মধ্যে ৬০ কোটি কানাডিয় ডলার ব্যয়ে এ নির্বাচন আয়োজন করা হয়। যা দেশটির ইতিহাসে সবচে ব্যয়বহুল নির্বাচন।

২০১৯ সালের নির্বাচনের সাথে নেই তেমন পার্থক্য। যা অর্থ ও সময়ের পূর্ণ অপচয়- মন্তব্য করেন কনজার্ভেটিভ নেতা অ্যারিন ও’টুল।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তৃতীয় বারের মতো ক্ষমতায় জাস্টিন ট্রুডো

আপডেটের সময় ০৫:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতা ধরে রাখার চ্যালেঞ্জে ফের জয়ী হলেন জাস্টিন ট্রুডো। এর মধ্যদিয়ে, তৃতীয় বারের মতো ক্ষমতা নিশ্চিত করেছেন তিনি। তবে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ব্যর্থ হলো তার দল, লিবারেল পার্টি।

সংবিধান অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে পার্লামেন্টের তিনশ’ ৩৮টি আসনের মধ্যে পেতে হবে একশ’ ৭০টি আসন। তবে ট্রুডোর ক্ষমতাসীন দল লিবারেল পার্টি পেয়েছে, একশ’ ৫৬টি আসন। আর প্রধান বিরোধীদল কনজার্ভেটিভ পার্টি পেয়েছে একশ’ ২২টি আসন। প্রাথমিক ফল প্রকাশের পরই, বিজয় উল্লাসে মেতেছেন লিবারেল সমর্থকরা। তবে একে অর্থ ও সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন বিরোধী নেতারা। মধ্যবর্তী এ নির্বাচনকে জুয়ার সাথে তুলনা করেছেন তারা। তাদের অভিযোগ, করোনা পরিস্থিতির মধ্যে ৬০ কোটি কানাডিয় ডলার ব্যয়ে এ নির্বাচন আয়োজন করা হয়। যা দেশটির ইতিহাসে সবচে ব্যয়বহুল নির্বাচন।

২০১৯ সালের নির্বাচনের সাথে নেই তেমন পার্থক্য। যা অর্থ ও সময়ের পূর্ণ অপচয়- মন্তব্য করেন কনজার্ভেটিভ নেতা অ্যারিন ও’টুল।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ