নিউইয়র্ক প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে জাতিসংঘের ৭৬ তম সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) প্রথম দিনে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দিয়েছেন। সাধারণ পরিষদের অধিবেশন ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর অধিবেশনে বক্তব্য রাখবেন। ইউএনজিএ’র ৭৬ তম অধিবেশন ১৪ ই সেপ্টেম্বর শুরু হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী ফিনল্যান্ড হয়ে নিউইয়র্কে পৌছান। পরে সেখানে জাতিসংঘ সদর দপ্তরের পার্কে বঙ্গবন্ধুর নামে বসার একটি বেঞ্চ উদ্বোধন করেন।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ