আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস কারণে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য, ইইউ এবং অন্যান্য দেশের যাত্রীদের জন্য পুনরায় দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, আগামী নভেম্বর থেকে সম্পূর্ণভাবে টিকা গ্রহণকারীদের যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি দেওয়া হবে। তবে, তাদের পরীক্ষা এবং যোগাযোগ ট্রেসিং করা হবে।
গত বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর কঠোর বিধিনিষেধ আছে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ