স্পোর্টস ডেস্কঃ নাপোলির বিপক্ষে ড্রয়ে উয়েফা ইউরোপা লিগ শুরু করেছে লেস্টার সিটি। কাল ঘরের মাঠে ২-০’তে এগিয়ে যাওয়ার পর গোল দুটি হজম করে ব্রেন্ডন রজার্সের দল। তবে ওয়েস্ট হাম জয়েই শুরু করেছে আসর। দিনামো জাগ্রেবের মাঠে ২-০’তে জয় পায় ইংলিশ ক্লাবটি।
নিজেদের মাঠে আক্রমনে খেলা শুরু করে ম্যাচের নবম মিনিটেই গোল পায় লেস্টার গোলদাতা পেরেজ। গোল খেয়েই গা ঝাড়া দিয়ে ওঠে নাপোলি। আক্রমন-পাল্টা আক্রমনে জমে ওঠে ম্যাচ। ৬৪ মিনিটে লেস্টারের বামেস চমৎকার গোলে ব্যবধান বাড়ান। দুই গোলে এগিয়ে গিয়ে আক্রমনে কিছুটা ঢিল দেয় স্বাগতিকরা। সে সুযোগে নাপোলির ভিক্টর ৬৯ মিনিটে ব্যবধান কমিয়ে ৮৭ মিনিটে দলকে সমতায় ফেরার গোল উপহার দেন। লেস্টারের হতাশার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক দল ওয়েস্ট হাম হাতছাড়া করেনি জয়। দিনামো জাগ্রেবের মাঠে ম্যাচের শুরুতে আধিপত্য নিয়ে ২১ মিনিটে আন্তোনিয়োর গোলে এগিয়ে যায় ওয়েস্ট হাম। বিরতির পর পঞ্চম মিনিটে রিসে ব্যবধান বাড়িয়ে দলের জয় ২-০’তে নিশ্চিত করেন।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ