ঢাকাঃ মেক্সিকোর স্বাধীনতার দু’শ’ বছর উদযাপন উপলক্ষে প্যারেডে অংশ নিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট।
সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সোলাইমানের নেতৃত্বে সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চৌকস একটি প্যারেড কন্টিনজেন্ট স্থানীয় সময় সকালে মেক্সিকো সিটিতে প্যারেডে অংশ নেয়। এ সময় তারা প্রধান অতিথি, মেক্সিকোর রাষ্ট্রপতিকে সালাম প্রদর্শন করে।
গেলো ১০ সেপ্টেম্বর মেক্সিকোর স্বাধীনতার দু’শ বছর পূর্তির বিশেষ কুচকাওয়াজে অংশ নিতে দেশটিতে যায় সশস্ত্রবাহিনীর ৩৯ সদস্যের বিশেষ এক সামরিক কন্টিনজেন্ট।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ