আন্তর্জাতিক ডেস্কঃ মহাকাশে চীনের স্পেস স্টেশনে টানা তিন মাস অবস্থানের পর পৃথিবীতে ফিরেছেন তিন চীনা নভোচারী।
তিন নভোচারী পৃথিবীর ৩৮০ কিলোমিটার ওপরে চীনের তৈরি মহাকাশ স্টেশন তিয়ানহে মডিউলে অবস্থান করছিলেন।
মঙ্গলবার দুপুর দেড়টায় চীনের সায়ত্ত্বশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার গোবি মরুভূমির স্টেশনে অবতরণ করে নভোযান শেনঝু-টুয়েলভ। এটাই চীনের সবচে’ বেশি সময় ধরে চলা মহাকাশ অভিযান।
চীনের গ্লোবাল টাইমস বলছে, মহাকাশ স্টেশনে থাকাকালীন সময়ে নানা ধরনের তথ্য পাঠিয়েছেন তিন নভোচারী। এ অভিযানকে চীনের মহাকাশ অভিযাত্রার নতুন সাফল্য বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে জায়গা না হওয়ায় এককভাবে স্টেশন বানাতে সচেষ্ট হয় চীন। তবে রাশিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত মহাকাশ স্টেশনটি পুরোনো হয়ে যাওয়ায় সেটির কার্যকারিতা নিয়ে শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে চীনা মহাকাশ স্টেশনটি।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ