স্পোর্টস ডেস্কঃ দুই মাসের জন্য জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে জেমি ডে’কে অব্যাহতি দিয়েছে বাফুফে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজনের নাম। বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
ফুটবলপাড়ায় গুঞ্জন ছিলো, হেড কোচের দায়িত্ব হারাচ্ছেন জেমি ডে। এই ইংলিশ কোচের সাম্প্রতিক পারফরম্যান্সে অসন্তুস্ট বাফুফে। কোচের ভবিষ্যৎ নির্ধারণ করতে বাফুফেতে বসেছিলো জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা। বরখাস্ত নয়, আপাতত জেমিকে দুই মাসের জন্য অব্যাহতি দিয়েছে বাফুফে।
অক্টোবরে মালদ্বিপে সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু সাতদিনের অনুশীলনে নতুন কোচ সাফ ফুটবলে কতটুকু সাফল্য এনে দিতে পারবেন, তা নিয়ে আছে সংশয়। ক্লাবের খেলা চলার সময় তাদের কোচকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ায় নাখোশ বসুন্ধরা কিংসের ম্যানেজমেন্ট।
সাফ ছাড়াও অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্ব ও শ্রীলংকায় চারজাতি ফুটবল টুর্নামেন্টে জাতীয় দলের কোচের দায়িত্বে থাকবেন ব্রুজন।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ