স্পোর্টস ডেস্কঃ নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করলো নিউজিল্যান্ড ক্রিকেট দল।
শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিলো নিউজিল্যান্ড ও পাকিস্তানের। বল মাঠে গড়ানোর আগেই সিরিজ বাতিল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের নিরাপত্তা পরিকল্পনায় রেড লিস্টে রয়েছে পাকিস্তানের নাম।
সিরিজ বাতিল না করতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাতেও কাজ হয়নি। নিউজিল্যান্ডের এমন আচরণে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা আইসিসিতে গিয়ে নিউজিল্যান্ডকে দেখে নেয়ার হুমকিও দিয়েছেন।
এদিকে, পাকিস্তানসহ বিশ্বের অনেক সাবেক ক্রিকেটার সিরিজ বাতিল হওয়ায় ক্ষোভ ও বিষ্ময় প্রকাশ করেছেন।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ