আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তান পুনর্গঠনে তালেবানকে অঙ্গীকার পূরণের তাগিদ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে, আফগান সংকটের দায়ে এবার পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগ্রিড কাগ।
তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাংহাই কো-অপারেশনের ২০তম সম্মেলনে এশিয়ায় স্থিতিশীল-সার্বভৌম-সমৃদ্ধশালী আফগানিস্তানের গুরুত্ব তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ৪০ বছরের পুরোনো আফগান যুদ্ধের অবসান এবং রক্তপাতহীন ক্ষমতার পালাবদল দেশটিতে সুফল বয়ে আনবে বলে মনে করেন তিনি।
এদিকে, কাবুল থেকে সেনা ও তাদের সহযোগী আফগানদের সরানো নিয়ে অসন্তোষের জেরে পদত্যাগ করেছেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী সিগ্রিড কাগ। উদ্ধার অভিযানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে ডাচ নিম্নকক্ষে প্রশ্ন ওঠে। বলা হয়, ডাচ সেনাদের সরানো গেলেও সরানো যায়নি তাদের দোভাষী ও সহকারী আফগানদের।
অন্যদিকে, পানশিরে তালেবান ও প্রতিরোধ বাহিনীর সরাসরি দ্বন্দ্ব না চললেও এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে প্রদেশটির বিভিন্ন এলাকা।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ