ভিয়েনা ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা টাঙ্গাইল-৬ আসনে বিএনপি প্রার্থীর স্বাস্থ্যের খোঁজ নিতে গেলেন জামায়াত প্রার্থী ঝালকাঠিতে শিক্ষার্থীদের মশারি প্রদান ঝালকাঠি ৩ দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু ঝালকাঠিতে জাতীয় শিক্ষা সপ্তাহের জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত ম্যানচেস্টারে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে চার বাংলাদেশী নিহত টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশির পা বিচ্ছিন্ন সিলেটকে ১১৫ রানের লক্ষ্য দিয়েছে রংপুর

২০২১ সালের অস্ট্রিয়ান ক্রিকেট লীগের ফাইনালে উত্তীর্ণ, বাংলাদেশ ক্রিকেট ক্লাব, অস্ট্রিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • ৬৯ সময় দেখুন

নিউজ ডেস্কঃ সেমিফাইনালে Graz Cricket Academy কে ৫ উইকেট হারিয়ে BCCA প্রথম বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে।

Graz Cricket Academy টস এ জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। বোলার দের নিয়ন্ত্রিত বোলিং এ Graz Cricket Academy শুরু থেকেই চাপ এর মুখে পরে। উজ্জল মজুমদার এবং আব্দুল্লাহ আহমেদ এর নিয়ন্ত্রিত লাইন ও লেন্থের কোনো উত্তর খুঁজে পায়নি Graz Cricket Academy-র ব্যাটাররা। তারা দুজনই নেন ৩ টি এবং অধিনায়ক রাকিব ইসলাম ও ইকবাল হোসেন নেন ১ টি করে উইকেট।

২০ ওভার শেষে Graz Cricket Academy-র সংগ্রহ ১২৩ রান। ব্যাটিং এ নেমে ২৩ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে এর মুখে পড়তে হয় শুরুতে। কিন্তু দুই অভিজ্ঞ খেলোয়াড় জায়েদ বিন শহীদ ও আরিফ খান- এর ৭১ রান এর জুটি যথেষ্ট ছিল BCCA এর জয় নিশ্চিত করতে।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করে আউট হন জায়েদ বিন শহীদ ও আরিফ খান করেন ৩৫ রান। সব শেষে ১৬.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ক্যাপ্টেন রাকিব ইসলাম এর ব্যাট থেকে আসে বিজয়ী রান।

আগামী ১১ সেপ্টেম্বর শনিবার বেলা ২:৩০ মি. সময় Graz এর Ball Park মাঠে Pakistan Cricket Club এর বিপক্ষে ফাইনাল খেলায় মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট ক্লাব, অস্ট্রিয়া(BCCA) ।

অষ্ট্রিয়া/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক বৃহস্পতিবার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

২০২১ সালের অস্ট্রিয়ান ক্রিকেট লীগের ফাইনালে উত্তীর্ণ, বাংলাদেশ ক্রিকেট ক্লাব, অস্ট্রিয়া

আপডেটের সময় ১২:৪৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১

নিউজ ডেস্কঃ সেমিফাইনালে Graz Cricket Academy কে ৫ উইকেট হারিয়ে BCCA প্রথম বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে।

Graz Cricket Academy টস এ জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। বোলার দের নিয়ন্ত্রিত বোলিং এ Graz Cricket Academy শুরু থেকেই চাপ এর মুখে পরে। উজ্জল মজুমদার এবং আব্দুল্লাহ আহমেদ এর নিয়ন্ত্রিত লাইন ও লেন্থের কোনো উত্তর খুঁজে পায়নি Graz Cricket Academy-র ব্যাটাররা। তারা দুজনই নেন ৩ টি এবং অধিনায়ক রাকিব ইসলাম ও ইকবাল হোসেন নেন ১ টি করে উইকেট।

২০ ওভার শেষে Graz Cricket Academy-র সংগ্রহ ১২৩ রান। ব্যাটিং এ নেমে ২৩ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে এর মুখে পড়তে হয় শুরুতে। কিন্তু দুই অভিজ্ঞ খেলোয়াড় জায়েদ বিন শহীদ ও আরিফ খান- এর ৭১ রান এর জুটি যথেষ্ট ছিল BCCA এর জয় নিশ্চিত করতে।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করে আউট হন জায়েদ বিন শহীদ ও আরিফ খান করেন ৩৫ রান। সব শেষে ১৬.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ক্যাপ্টেন রাকিব ইসলাম এর ব্যাট থেকে আসে বিজয়ী রান।

আগামী ১১ সেপ্টেম্বর শনিবার বেলা ২:৩০ মি. সময় Graz এর Ball Park মাঠে Pakistan Cricket Club এর বিপক্ষে ফাইনাল খেলায় মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট ক্লাব, অস্ট্রিয়া(BCCA) ।

অষ্ট্রিয়া/ইবিটাইমস/এম আর