গ্রিস বাংলাদেশ দূতাবাসে ইলেকট্রনিক পাসপোর্ট সেবার উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রিস প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গ্রিস বাংলাদেশ দূতাবাস এথেন্সে ইলেকট্রনিক পাসপোর্ট সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
এথেন্সের সময় অনুযায়ী গত মঙ্গলবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের পর স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদূত ও অন্যান্য অতিথিসহ দূতাবাসের কন্সুলার শাখায় নবস্থাপিত ইলেকট্রনিক পাসপোর্ট সিস্টেম পরিদর্শন করেন এবং দূতাবাসের প্রথম ইলেকট্রনিক পাসপোর্টের আবেদনের এনরোলমেনট অবলোকন করেন। এরপর তিনি উপস্থিত অতিথিদের সামনে প্রথম দুইজন ইলেকট্রনিক পাসপোর্ট আবেদনকারীর কাছে ইলেকট্রনিক পাসপোর্ট হস্তান্তর করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। এসময় তিনি বহুল প্রতিক্ষিত ই-পাসপোর্ট’র একটি মোবাইল ইউনিটের চাবি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন।

ই-পাসপোর্ট’র একটি মোবাইল ইউনিট প্রাপ্তির ফলে গ্রিসের দূরবর্তী দ্বীপাঞ্চল, মাল্টা ও আলবেনিয়ায় বসবাসরত বাংলাদেশিরা এথেন্সে না এসেই সেই সব জায়গায় দূতাবাস পরিচালিত কন্সুলার ক্যাম্পে ভ্রাম্যমান ইউনিটের মাধ্যমে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের যে ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ন করেছিলেন তার বাস্তবায়নে ২০১০ সালে মেশিন রিডেবল পাসপোর্ট প্রবর্তন করেন এবং উন্নয়নের ধারাবাহিকতায় এই বছর চালু হল ইলেকট্রনিক পাসপোর্ট। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে ইলেকট্রনিক পাসপোর্ট সেবা কার্যক্রম একটি বড় অগ্রগতি।

তিনি আরও বলেন, ই-পাসপোর্ট প্রবর্তনের ফলে একদিকে যেমন বাংলাদেশের মানুষের জন্য ভ্রমণকালীন পাসপোর্ট ও ইমিগ্রেশন সংক্রান্ত প্রক্রিয়া সহজতর এবং নিরাপদ হবে অন্যদিকে তেমনি বাংলাদেশের পাসপোর্টের আন্তর্জাতিক মান ও দেশের সুনাম বৃদ্ধি পাবে।
রাষ্ট্রদূত আসুদ আহমেদ করোনা মহামারির মধ্যেও গ্রিসে বাংলাদেশ দূতাবাসে ইলেকট্রনিক পাসপোর্ট সিস্টেম স্থাপনের মাধ্যমে গ্রীস, মাল্টা ও আলবেনিয়া প্রবাসী বাংলাদেশীদের ইলেকট্রনিক পাসপোর্ট গ্রহণের সুযোগকে তিনি মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আখ্যা দেন।

এসময় গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. আইয়ুব চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কন্সুলার ও কল্যাণ) কাজি রাসেল পারভেজ উপস্থিত ছিলেন, জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান ভেরিডোস জিএমবি এইচ’র প্রধান পরিচালন কর্মকর্তা মার্ক জুলিয়ান সিওয়ারট উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »