১৬৯ সদস্যের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ৮৫টি আসনের। এখনো পর্যন্ত ৯৭ দশমিক পাঁচ শতাংশ ভোট গণনা হয়েছে। বামপন্থিরা পেয়েছেন একশটি আসন
আন্তর্জাতিক ডেস্কঃ নরওয়ের রাজধানী অসলো থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন নরওয়ের সাধারণ নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়েছে বামপন্থী জোট। লেবার পার্টির নেতা জোনাসের নেতৃত্বে এই জয় পেল বামপন্থি জোট।
২০১৩ থেকে ক্ষমতায় ছিলেন রক্ষণশীল নেত্রী অ্যারনা সোলব্যর্গের নেতৃত্বাধীন জোট। আট বছর পর তাদের ক্ষমতাচ্যূত করল বামপন্থি জোট। নির্বাচনের এই ফল দেশের তেল শিল্পের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে। জয়ের পর এক সাক্ষাৎকারে জোনাস বলেছেন, ”আমরা এই দিনটির অপেক্ষায় ছিলাম, আশায় ছিলাম, আমরা খুবই পরিশ্রম করেছি। শেষ পর্যন্ত আমরা জয় আনতে পেরেছি। তিনিই সম্ভবত নরওয়ের পরবর্তী প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হবেন।”
১৬৯ সদস্যের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ৮৫টি আসনের। এখনো পর্যন্ত ৯৭ দশমিক পাঁচ শতাংশ ভোট গণনা হয়েছে। বামপন্থিরা পেয়েছেন ১০০ টির উপরে আসন।
বামপন্থি জোটের নেতা বলছেন, ”নরওয়ের মানুষ একটা বার্তা দিয়েছেন। তারা ন্যায্য সমাজ চান, যেখানে বিভেদ থাকবে না।” জার্মানির সংবাদ সংস্থা ডয়েচে ভেলে জানায় নরওয়ের নির্বাচনী প্রচারের সময় সব চেয়ে গুরুত্ব পেয়েছিল জলবায়ু পরিবর্তন নিয়ে রিপোর্ট। বামপন্থিরা বলেছিলেন, তেলভিত্তিক অর্থনীতি থেকে ধীরে ধীরে নরওয়েকে সরে আসতে হবে। গ্রিন পার্টি অবিলম্বে তেল খোঁজার কাজ বন্ধ করার দাবি তুলেছিল। রক্ষণশীলরাও পেট্রো পদার্থের উপর নির্ভরতা কমানোর কথা বলেছিল। নরওয়ে হলো পশ্চিম ইউরোপের অন্যতম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদক।
সোলব্যর্গ বলেছেন, তিনি বামপন্থিদের জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন। আর জোনাস বলেছেন, ”নরওয়ে নতুন সরকার পাচ্ছে। মানুষ যাতে নতুন দিশা পান, সেটা নিশ্চিত করা হবে।” বামপন্থিরা কম ও মধ্য আয়ের মানুষদের কর কমাবার ও বড়লোকদের উপর বেশি কর বসানোর কথা বলেছেন। তারা গ্রামের সমর্থকদের স্বার্থ রক্ষা করার কথাও বলেছেন। এখন দেখা যাক তারা সরকারে এসে কতটা পরিবর্তন আনতে পারেন।
কবির আহমেদ/ ইবিটাইমস