ঢাকা: কোম্পানির আর্থিক হিসেবের স্বচ্ছতা আনতে কোম্পানির নির্বাহীদের প্রতি অনুরোধ জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, সঠিকভাবে কর আদায় হলে, বিদ্যমান করের হারও কমানো সম্ভব হতো।
রাজধানীতে এক হোটেলে ‘শীর্ষ করদাতাদের বিশেষ সম্মাননা-২০২১’ অনুষ্ঠানে এসব বলেন এনবিআর চেয়ারম্যান। তিনি আরো বলেন, সঠিকভাবে কর পাওয়া গেলেই করের বোঝা কমানো যাবে। বলেন, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে দেশের ভেতরেই বড় বাজার সৃষ্টি হয়েছে। রাজস্ব বৃদ্ধি ও শিল্পায়নে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ব্যাংকিং খাতে সুশাসনের ওপর জোর দিয়ে বলেন, দেশের উন্নতির সাথে আর্থিক খাতের শক্তিশালী কাঠামো জরুরি।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ