টুইন টাওয়ার হামলায় হতাহতদের স্মরণ

আন্তর্জাতিক ডেস্ক: নীরবতা পালনের মধ্য দিয়ে টুইন টাওয়ার হামলায় হতাহতদের স্মরণ করলো যুক্তরাষ্ট্রবাসী।

স্থানীয় সময় শনিবার সকাল আটটায় নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে আয়োজন করা হয় এক স্মরণ অনুষ্ঠানের। এতে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট ওবামা, ক্লিনটনসহ নিহতদের পরিবারের সদস্যরা। ঠিক আটটা ৪৬ মিনিটে পালন করা হয় এক মিনিটের নীরবতা।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর প্রথম বিমানটি আঘাত হানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে। এছাড়া সাউথ টাওয়ারে দ্বিতীয় বিমানের আঘাত ও পেন্টাগনে হামলার মুহুর্তসহ বিভিন্ন সময়ে আরো পাঁচ মিনিটের নীরবতা পালন করা হয়। পরবর্তী চার ঘন্টা ধরে হামলায় নিহত দুই হাজার নয়শ’ ৭৭ জনের নাম পড়ে শোনান আগত স্বজনরা। এসময় আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয় গ্রাউন্ড জিরোতে। হামলায় নিহতদের মধ্যে ছিলেন ৬৭ ব্রিটিশ নাগরিক। নানা আয়োজনে যুক্তরাজ্যও স্মরণ করেছে দিনটি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »