হবিগঞ্জ পাসপোর্ট অফিসে ৬ দালালকে আটক করে কারাদন্ড ও অর্থদন্ড

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বেশ কিছুদিন যাবত বেড়েছে দালালদের দৌরাত্ম। আর এতে করে নিস্বঃ হচ্ছে গ্রামগঞ্জ থেকে আসা সাধারণ লোকজন। এরই প্রেক্ষিতে বিষয়টি নজরে আসে জেলা প্রশাসনের। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের নং পুল এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে চালানো হয় চিরুণী অভিযান।

এসময় ৬ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্বদেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামছুদ্দিন মোঃ রেজা, লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান ও সিনিয়র এএসপি মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামছুদ্দিন মোঃ রেজা জানান, অভিযানকালে জামাল আহমেদ ও হাবিবুর রহমান নামে দুইজনকে আটক করে সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে ৬ মাস করে কারাদন্ড ও হাবিবুর রহমানকে ১০ হাজার এবং জামাল আহমেদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মোঃ শিরু চৌধুরী, টেনু মিয়া, আব্দুর রাহিম, বাছির মিয়াকে ১৫ দিন করে কারাদন্ড ও প্রত্যেককে ৫শত টাকা করে জরিমানা প্রদান করা হয়। তিনি আরো জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »