মঠবাড়িয়ায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসিকে নির্দেশ দিলেন এমপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের  মঠবাড়িয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো ও স্বাভাবিক রাখতে মঠবাড়িয়া থানার ওসিকে নির্দেশ দিলেন এমপি।

রোববার (০৫ সেপ্টেম্বর) ডাঃ রুস্তুম আলী ফরাজি অনার্স কলেজের হল রুমে উপজেলার আমড়াগায়িা ও সাপলেজা ইউনিয়নের জনগনের সাথে
মত বিনিময় সভায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজি এ নির্দেশ দেন।

এ সময় তিনি   বলেন, সন্ত্রাসী, মাদক ব্যাবসায়ী, কিশোরগ্যাং, ইভটিজার কোন দলের হতে পারে না। এরা সমাজের ক্যান্সারের মতো।যেকোন মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে রাখতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, ডাঃ রুস্তুম আলী ফরাজি অনার্স কলেজের প্রভাষক ফারুক হোসেন, এমপির ব্যক্তিগত সহকারি মো.হাসান মিয়া প্রমূখ।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল তার বক্তব্যে বলেন, আমার কাছে সন্ত্রাস, মাদক ব্যাবসায়ী, কিশোরগ্যাং, ইভটিজারসহ সকল অপরাধীর পরিচয় শুধুই অপরাধী। সে যে দল বা গোষ্ঠির হোক তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি সাধারণ জনগনের উদ্দেশ্যে বলেন, অপরাধ জনীত কোন ঘটনা ঘটলে বা দেখলে আপনার আমাকে ফোন দিবেন বা গোপনে জানাবেন। আপনার পরিচয় গোপন রেখে আমি দ্রুত ব্যবস্থা নিবো।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/ এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »