আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডার্ন বলেছেন, ইসলামিক স্টেট গোষ্ঠীর দ্বারা অনুপ্রাণিত এক সন্ত্রাসী শুক্রবার নিউজিল্যান্ডের একটি সুপার মার্কেটে ৭ জনকে ছুরিকাঘাত করার পর পুলিশ গুলি চালিয়ে তাকে হত্যা করেছে। এ ব্যক্তি পুলিশের নজরদারিতে ছিল।
আর্ডার্ন বলেন, শ্রীলংকান নাগরিক এ ব্যক্তি ২০১১ সালে নিউজিল্যান্ডে আসে। একজন সন্ত্রাসী সন্দেহে লোকটি নজরদারিতে ছিল। সে অকল্যান্ডের শহরতলির একটি শপিং মলে প্রবেশ করে একটি ডিসপ্লে থেকে ছুরি নিয়ে এলোপাথারি ছুরিকাঘাত করতে থাকে।
তিনি জানান, এতে করে ছয়জন আহত হয়েছেন। আহতদের তিনজনের আঘাত গুরুতর। হামলা শুরুর ৬০ সেকেন্ডের মধ্যে পর্যবেক্ষণকারী পুলিশ তার ওপর গুলি চালায়। “আজ যা ঘটেছে তা নিন্দনীয়, ঘৃণ্য ও অনাকাঙ্খিত,” উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসী কোনো ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের প্রতিনিধি নয়।
পুলিশ কমিশনার অ্যান্ড্রু কস্টার বলেন, কর্তৃপক্ষ নিশ্চিত যে লোকটি একাই এ কাজ করেছে এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য আর কোন বিপদ নেই।
নিউজিল্যান্ডে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২০১৯ সালের মার্চ মাসে একজন শ্বেতাঙ্গ বন্দুকধারী ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নামাজ চলাকালে গুলি চালিয়ে ৫১ জন মুসলিমকে হত্যা করে। ওই ঘটনায় আরও ৪০ জন গুরুতর আহত হয়।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ