ভিয়েনার পর অস্ট্রিয়ার আরও তিন রাজ্য করোনার কমলা জোনে

অস্ট্রিয়ার করোনার ট্র্যাফিক লাইট কমিশন আজ  আরও তিনটি রাজ্যকে করোনার অতি ঝুঁকিপূর্ণ কমলা জোন ঘোষণা করেছে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থার এপিএ জানিয়েছেন আজ বৃহস্পতিবার ২ নভেম্বর অস্ট্রিয়ার করোনার ট্রাফিক লাইট কমিশন তাদের নিয়মিত বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গত সপ্তাহে করোনার লাইট কমিশন রাজধানী ভিয়েনাকে কমলা জোন এবং দেশের বাকী সমস্ত রাজ্যকে করোনার হলুদ জোন ঘোষণা করেছিলেন।

করোনার ট্র্যাফিক লাইট কমিশন আজ অস্ট্রিয়ার Oberösterreich (OÖ), Salzburg এবং Vorarlberg রাজ্যকে হলুদ জোন থেকে অতি ঝুঁকিপূর্ণ কমলা জোনে স্থানান্তরিত করেছে। ইইউর মেডিকেল এজেন্সির নির্দেশনা অনুযায়ী প্রতি ১,০০,০০০(এক লাখ) জনপদে সংক্রমণ ৫০ এর উপরে হলেই সে অঞ্চলকে করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তারের অতি ঝুঁকিপূর্ণ কমলা জোন হিসাবে বিবেচনা করা হয়।এই ঘোষণার ফলে অস্ট্রিয়ার ৯ টি রাজ্যের মধ্যে চারটিই বর্তমানে করোনার সংক্রমণের বিস্তারের অতি ঝুঁকিপূর্ণ কমলা জোনে পড়ল। বাকী রাজ্য সমূহ এই সপ্তাহে করোনার হলুদ জোনেই থাকছে।

এদিকে অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছেন গ্রীষ্মের ছুটির পর অস্ট্রিয়ার সরকারের নীতিনির্ধারকরা যার যার কর্মস্থলে ফিরে এসেছেন। সংবাদ মাধ্যম জানিয়েছেন অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ (ÖVP) ও স্বাস্থ্যমন্ত্রী  ভল্ফগাং মুকস্টাইন (Grüne) একমত হয়েছেন যে, অস্ট্রিয়ায় ১-জি(1-G) নিয়ম ক্রমান্বয়ে দেশের সর্বত্র প্রয়োগ করা হবে। অর্থাৎ অস্ট্রিয়ায় যারা করোনার টিকা গ্রহণ করেছেন কেবল তারাই সর্বত্র প্রবেশ করত পারবেন, অন্যথায় না।

অস্ট্রিয়ার শীর্ষ ভাইরোলজিস্ট ক্রিশ্চিয়ান ড্রোস্টেন অস্ট্রিয়ার রাস্ট্রীয় টেলিভিশন ORF এর সংবাদ বিষয়ক বিভাগ ZIB এর সাথে এক সাক্ষাৎকারের বলেন, বর্তমান অস্ট্রিয়ায় চলমান চতুর্থ প্রাদুর্ভাবের জন্য টিকাদান কার্যক্রমের গতি যথেষ্ট নয়। ফলে সরকারকে বাধ্য হয়েই শরতে পুনরায় সামাজিক দূরত্বের বিধিনিষেধ ফিরিয়ে আনতে হবে। তিনি সরকারকে দেশে করোনার প্রতিষেধক টিকাদান কার্যক্রম বৃদ্ধির উদ্যোগ এবং আরও অধিক সংখ্যক মানুষকে দ্রুত টিকাদানের আওতায় আনার পরামর্শ দিয়েছেন।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,৫১০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪৯৪ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ২৯০ জন,OÖ রাজ্যে ২১৬ জন, Steiermark রাজ্যে ১৮৪ জন,Tirol রাজ্যে ৯৫ জন, Vorarlberg রাজ্যে ৮৪ জন,Salzburg রাজ্যে ৮২ জন, Kärnten  রাজ্যে ৩৯ জন এবং Burgenland রাজ্যে ২৬ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র দেশে করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ১০,৪২৮ ডোজ এবং এই পর্যন্ত মোট করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ১,০৪,৬৯,১৭৭ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৫২ লাখ ১৩ হাজার ২১৪ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৫৮,৪ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৯১,৬৬৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭৭৮ জন।করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৬৪,৫৮২ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৬,৩০৩ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ১৪২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৩৮ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস/এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »