আন্তর্জাতিক ডেস্ক: সেপ্টেম্বর জার্মানির বুনদেসতাগ বা ফেডারেল পার্লামেন্ট নির্বাচনে পরিবেশবাদী রাজনৈতিক দল গ্রিন পার্টির প্রার্থী হিসেবে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশী শাহাবুদ্দিন মিয়া। নির্বাচিত হলে শাহাবুদ্দিন মিয়াই হবেন জার্মানির পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য।
জার্মানির ফেডারেল পার্লামেন্ট বা কেন্দ্রীয় সংসদের ৫৯৮ জন সদস্যের মধ্যে ২৯৯ জন সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকিরা পুরো দেশে দলের প্রাপ্ত ভোটের শতকরা হিসেবে অংশীদারিত্বের ভিত্তিতে নির্বাচিত হন।
নির্বাচনে একজন ভোটারকে দুটি ভোট দিতে হয়। একটি সরাসরি তার আসনের সদস্য প্রার্থীকে এবং অপরটি পছন্দের যেকোনো একটি রাজনৈতিক দলকে। দেশটির ১৬ রাজ্যে ছয় কোটি ৪০ লাখ ভোটার রয়েছেন।
এবারের নির্বাচনে ৫৩টি রাজনৈতিক দলের চার হাজার ৭৮০ জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে গ্রিন পার্টির সাহাবুদ্দিন মিয়া নর্দরাইন ভেস্টফালেন রাজ্যের সোয়েস্ট জেলার নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে ২০১৭ সালের নির্বাচনে শাহাবুদ্দিন মিয়াই জার্মানির জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
তিনি দীর্ঘ প্রায় দুই দশক গ্রিন পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি সোয়েস্ট জেলা পরিষদের সদস্য।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ