ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পিরোজপুর : পিরোজপুর জেলা যুবদলের সহ সভাপতি মো. মিজানুল হক লিটনকে তার দলীয় পদ থেকে অব্যহতির আদেশ প্রত্যাহার করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রেীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ অব্যহতির আদেশ প্রত্যাহার করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয় ‘আপনার আবেদনের (লিটন) প্রেক্ষিতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আপনার (লিটন) অব্যহতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন’।এর আগে চলতি বছরের ২৪ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের একটি আদেশে ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দলের সহসভাপতির পদ থেকে অব্যহতির প্রদান করেন।
এ সময় তাকে সংগঠনের স্বার্থ বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ করে জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়।
উল্লেখ্য, মো. মিজানুল হক লিটন জেলার নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ছিলেন। তিনি ওই উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাহমুদকান্দা গ্রামের আব্দুর রাজ্জাক ফকির খোকার ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর