
অস্ট্রিয়ার করোনা পরিস্থিতির উন্নতি, প্রথম রাজ্য হিসাবে বুর্গেনল্যান্ড হলুদ-সবুজ
আপার অস্ট্রিয়া(OÖ) ব্যতীত অস্ট্রিয়ার অন্যান্য রাজ্যে করোনা পরিস্থিতির সার্বিক উন্নতি ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন অস্ট্রিয়ার করোনার ট্র্যাফিক লাইট কমিশন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে অস্ট্রিয়ার করোনা পরিস্থিতির উন্নতির কথা জানিয়েছেন।আজ অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের রাজ্য বুর্গেনল্যান্ডকে হলুদ-সবুজ জোন ঘোষিত করা হয়েছে।এর ফলে করোনার ট্র্যাফিক লাইট কমিশন করোনার চতুর্থ প্রাদুর্ভাবে প্রথম রাজ্য হিসাবে…