আন্তর্জাতিক ডেস্ক: পেরুর আমাজনে দু’টি নৌকার মুখোমুখি সংঘর্ষে ১১ যাত্রী প্রাণ হারিয়েছে। নিখোঁজ হয়েছে আরো বেশ কয়েকজন।
দেশটির সরকারি সূত্রে এ খবর বলা হয়েছে।
রাষ্ট্রীয় টিভি চ্যানেলে বলা হয়েছে, মুয়ুনায় হুয়াল্লাগা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ভোরের দিকে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী একটি নৌকার সাথে বিপরীত দিক থেকে আসা মালবাহী নৌকার সংঘর্ষ ঘটে। এতে ১১ জনের প্রাণহানি এবং ছয় জন আহত হয়েছে। নিখোঁজ হয়েছে বেশ কয়েকজন। তবে ঠিক কত জন নিখোঁজ হয়েছে তা এখনও জানা যায়নি। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ