জার্মানি: ৫০০ বছরের ঐতিহ্যবাহী ‘ফ্রাঙ্কফুর্ট বইমেলা’ বিশ্বের সবচেয়ে বড় বইমেলা। জার্মান পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আয়োজিত প্রতিবছরের মেলা বিশ্বের খ্যাতনামা হাজারো লেখক, সাহিত্যিক, কবি, সাংবাদিক, প্রকাশক ও বইপ্রেমী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে।
আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী এই মেলার ৭৩তম আসর বসছে ফ্রাঙ্কফুর্ট শহরে। মেলার এবারের মূলমন্ত্র হচ্ছে ‘পুনরায় সংযোগ’। গতবছরের মতো এবারও মেলার ‘গেস্ট অব অনার’ দেশ কানাডা। করোনা মহামারির কারণে ভার্চুয়ালি মেলা অনুষ্ঠিত হলেও এ বছর মেলার ৭৩তম আসর সরাসরি উপস্থিতির সঙ্গে ডিজিটাল প্রোগ্রামের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মেলা কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই শরতে আবার হবে বিশ্বব্যাপী প্রকাশক-পাঠকের মহা মিলনমেলা, স্বাগত জানাতে প্রস্তুত ফ্রাঙ্কফুর্ট। আমরা প্রকাশক, লেখক ও পাঠকদের আরও একবার একত্রিত হওয়ার জন্যে একটি জায়গা তৈরি করব। নিশ্চিত করব যে, সবার কাজ করার জন্য একটি নিরাপদ ও উৎপাদনশীল পরিবেশ রয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জার্মান সরকারের ‘সংস্কৃতির নতুন যাত্রা’ কর্মসূচির তহবিল থেকে ৭৩তম ফ্রাঙ্কফুর্টের বইমেলাকে সমর্থন করা হচ্ছে। এই সহায়তার কারণে এই বছর প্রদর্শনী স্ট্যান্ডের জন্য উল্লেখযোগ্যভাবে কম ফি দিতে হবে। এই সহায়তার উদ্দেশ্য শিল্পের বৈচিত্র্যকে তুলে ধরার উপায় হিসেবে ছোট ও মধ্য আকারের সংস্থাগুলোকে সহায়তা করা।
স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এবারের মেলার সবচেয়ে ছোট প্রদর্শনীটি আট বর্গমিটার আকারের হবে (চার বা ছয় বর্গমিটারের পরিবর্তে)। আমরা এই আকার স্ট্যান্ডে ৫০ শতাংশ ছাড় দেবো, যাতে প্রদর্শক এই প্রয়োজনীয়তার কারণে কোনো অতিরিক্ত ব্যয়ের মুখোমুখি না হন। আমরা সব প্রদর্শনী হলগুলোতে হাঁটাপথগুলো প্রশস্ত করব, যাতে সামাজিক দূরত্ব সর্বদা বজায় রাখা সম্ভব হয়, তা নিশ্চিত করা হবে’, মেলা কর্তৃপক্ষ জানিয়েছে।
জার্মানি/ইবিটাইমস/আরএন