আন্তর্জাতিক ডেস্ক: দূষণের কারণে মডার্নার তিনটি লটের কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবহার স্থগিত করেছে জাপান। স্থগিত হওয়ার আগে মডার্নার ওই টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানায়, মডার্নার কোভিড-১৯ টিকা নেওয়ার কয়েক দিন পর দু’জনের মৃত্যু হয়েছে। দু’জনই তাঁদের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। তাঁদের বয়স ত্রিশের কোঠায়। তবে, তাঁদের মৃত্যুর কারণ এখনও তদন্ত করা হচ্ছে।
গত বৃহস্পতিবার দূষণের কারণে জাপানে মডার্নার টিকার তিনটি লটের ১৬ লাখ ৩০ হাজার ডোজ বাতিল ঘোষণা করা হয়। জাপানের ৮৬৩টি টিকাকেন্দ্রে ওই টিকা পাঠানো হয়েছিল। পরে সতর্কতার অংশ হিসেবে সেগুলোর ব্যবহার বন্ধ রাখা হয়।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ