ইউরোপ ডেস্ক: স্পেনের একটি লবণাক্ত হ্রদে ভেসে উঠছে লাখ লাখ মৃত মাছ। ইউরোপের অন্যতম বৃহৎ মার মেনোর হ্রদে এমন পরিস্থিতিকে ভয়াবহ বলছেন পরিবেশবাদীরা।
স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত মার মেনোর হ্রদ। বেশি কিছুদিন ধরে নানা প্রজাতির মৃত মাছ ভেসে আসছে। বিজ্ঞানীরা সম্প্রতি স্পেনে অতিরিক্তি তাপমাত্রাকে দায়ী করছেন। এছাড়া কৃষিকাজের পানিতে যে দূষণ সৃষ্টি হচ্ছে তার ফলেই এমন পরিস্থিতি দেখা দিয়েছে। তবে সুর্নিদিষ্ট কোনও কারণ এখনও বের করতে পারেনি সরকার।
এদিকে, মৃত মাছ পঁচে আশপাশে ব্যাপক দুর্গন্ধ সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিক্ষোভের পাশাপাশি তদন্তেরও আহ্বান জানাচ্ছেন তারা।
গত কয়েক বছর ধরেই নানা কারণে এই হ্রদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় মার মেনোরকে দূর্যোগ এলাকা ঘোষণা করতে মাদ্রিদকে অনুরোধ জানিয়েছে আঞ্চলিক সরকার।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ