চ্যাম্পিয়ন্স লিগের ড্র সম্পন্ন

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার (২৬ আগষ্ট) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সম্পন্ন হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২১/২২ আসরের গ্রুপ পর্বের ড্র। এবার একই গ্রুপে লড়বে মেসির পিএসজি ও ম্যানিসিটি। এছাড়া বার্সা ও বায়ার্নও পেড়েছে একই গ্রুপে।

চ্যাম্পিয়ন্স লিগের ড্র:

গ্রুপ এ : ম্যানচেস্টার সিটি, প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি), আরবি লিপজিগ, ক্লাব ব্রুগে।
গ্রুপ বি : অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান।
গ্রুপ সি : স্পোর্টিং লিসবন, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকতাস ।
গ্রুপ ডি: ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, শেরিফ তিরাসপোল।
গ্রুপ ই : বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, ডায়নামো কিয়েভ।
গ্রুপ এফ : ভিয়ারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আটালান্টা ইয়ং বয়েজ।
গ্রুপ জি: লিলি , সেভিয়া, সালজবার্গ, উলফসবার্গ ।
গ্রুপ এইচ: চেলসি, জুভেন্টাস, জেনিথ সেন্ট পিটার্সবার্গ , মালমো ।
প্রথম গ্রুপ ম্যাচ ১৪-১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »