আন্তর্জাতিক ডেস্ক: কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) পক্ষ থেকে বলা হয়, মার্কিন সেনাসহ তাঁদের সহযোগী ও অনুবাদক আফগানদের লক্ষ্য করে আইএসের একজন আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা পরিচালনা করেছে।
আইএস-কে’র বার্তায় বলা হয়, ‘হামলাকারী কাবুল বিমানবন্দরের কাছে মার্কিন সামরিক বাহিনীর বরন ক্যাম্পের নিকটবর্তী এলাকায় আফগান অনুবাদক ও সহযোগীদের ভিড় পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় এবং সে সেখানে বিস্ফোরক বেল্ট কার্যকর করে। এতে তালেবান যোদ্ধাসহ ৬০ জন নিহত এবং শতাধিক আহত হয়।’
এদিকে, তালেবান জানিয়েছে, কয়েকদিন আগে তারা বিমানবন্দর এলাকা থেকে এক জন আইএস যোদ্ধাকে আটক করেছিল। জিজ্ঞাসাবাদে সে এ ধরনের হামলার পরিকল্পনার কথা জানিয়েছিল। তাই বিমানবন্দরসংলগ্ন এলাকায় জনসমাগমে নিরুৎসাহিত করা হয়েছিল।
তালেবানের সঙ্গে আইএস-কে অর্থাৎ আফগানিস্তানে কার্যক্রম পরিচালনাকারী ইসলামিক স্টেটের শত্রুতা রয়েছে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ