ঢাকা: বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ২০১৩ সালের পর কিউই দলের এটাই প্রথম বাংলাশে সফর। গতকাল অকল্যান্ড রওনা দেয়ার পর মঙ্গলবার দুপুর ১২ টায় বাংলাদেশে পা রাখে কিউইরা।
স্বাভাবিক নিয়ম অনুসারে ইমিগ্রেশন শেষে হোটেলে যায় নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। জৈব-সুরক্ষা নিয়ম অনুসারে আগামী তিন দিন কোয়ারেন্টাইনে থাকবে তারা।
টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের সর্বশেষ সিরিজ। নিউজিল্যান্ড স্কোয়াডে অবশ্য এমন কেউ নেই যারা দেশের হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে। দলটি নেতৃত্বে আছেন টম লাথাম। সর্বশেষ ২০১৬ সালে টি-টুয়েন্টি খেলেছিলেন লাথাম। দলে থাকা তিন জনের এখনো নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাকি অভিষেক হয়নি।
দেশের মাটিতে সর্বশেষ দুই সফরে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। ২০১০ সালে চার ম্যাচের ও ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করে টাইগাররা।
আগামী পহেলা সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। পরের চারটি ম্যাচ হবে ৩,৫,৮ ও ১০ সেপ্টেম্বর।
সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হয়েছিলো। কিন্তু এবার নিউজিল্যান্ড দর্শকদের স্বার্থে ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ