আন্তর্জাতিক ডেস্ক: কাবুল বিমানবন্দরের বাইরে অতিরিক্ত ভিড়ের কারণে সৃষ্ট বিশৃঙ্খলায় সাত আফগান নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরের বাইরে হাজারো মানুষ জড়ো হয়ে তাড়াহুড়া করে উড়োজাহাজে ওঠার চেষ্টা করেন। সেসময় সাত বেসামরিক আফগান প্রাণ হারান।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘কাবুলে ভিড়ের কারণে সাত আফগান বেসামরিক ব্যক্তির দুঃখজনক মৃত্যুর ঘটনায় আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা এই পরিস্থিতি সুষ্ঠু ও নিরাপদে মোকাবিলার চেষ্টা করছি।’
সাড়ে চার হাজারের মতো মার্কিন সেনা কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এদের সঙ্গে যুক্তরাজ্যের ৯০০ সেনাও রয়েছেন।
গত রোববার (১৫ আগস্ট) কাবুলের দখল নেওয়ার মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই বহু আফগান নাগরিক দেশ ছেড়ে যেতে চাইছেন। এজন্য যতই দিন যাচ্ছে কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আফগানদের ভিড় বাড়ছে। এদের বেশিরভাগই টানা দুই দশকের যুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক বাহিনীর সহযোগী হিসেবে কাজ করা আফগান এবং তাদের পরিবারের সদস্য।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ