করোনার সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় সমগ্র অস্ট্রিয়া সবুজ থেকে হলুদ জোনে

অস্ট্রিয়ার করোনা ট্রাফিক লাইট কমিশন জানিয়েছেন দেশে পুনরায় করোনার সংক্রমণের ঝুঁকি বাড়ছে

ইউরোপ ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার ১৯ আগস্ট সন্ধ্যায় অস্ট্রিয়ার করোনা ট্রাফিক লাইট কমিশনের নিয়মিত সাপ্তাহিক বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, সামগ্রিকভাবে অস্ট্রিয়ার জন্য ঝুঁকি এখন মাঝারি হিসাবে বিবেচিত হয়েছে, তাই পুরো দেশ এখন করোনার হলুদ জোনে।

তবে অস্ট্রিয়ার নয়টি ফেডারেল রাজ্যের মধ্যে শুধুমাত্র Burgenland ও Kärnten এর কিছু অংশ এখনও হলুদ-সবুজ এর সংমিশ্রণে রয়েছে। পূর্বে ঘোষিত হলুদ ফেডারেল রাজ্যগুলি  Salzburg, Tirol, Vorarlberg, Vienna, NÖ,ও OÖ ও এখনও হলুদ জোনেই থাকছে।

গতকাল করোনা লাইট কমিশন দক্ষিণের রাজ্য Steiermark কে করোনার সবুজ জোন থেকে হলুদ জোনে স্থানান্তরিত করেছে।

অস্ট্রিয়ার করোনা কমিশনের উদ্ধৃতি দিয়ে স্থানীয় একটি সম্প্রচার কেন্দ্র আজ জানিয়েছে,করোনা কমিশন কয়েক সপ্তাহ ধরে দেশে করোনাভাইরাসের নতুন সংক্রমণ বৃদ্ধির প্রবণতা পর্যবেক্ষণ করছে।কমিশন জানিয়েছেন সংক্রমণ বৃদ্ধি পেলেও দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর হুমকি প্রাথমিকভাবে নিম্ন স্তরে রয়েছে। কমিশনের মতে, নিবিড় পরিচর্যা ইউনিটে (I.C.U) কোভিড-নির্দিষ্ট চাপ ১৭ আগস্ট পর্যন্ত মাত্র শতকরা ২,৯৫ শতাংশ ছিল, যা অস্ট্রিয়ার সমস্ত নিবন্ধিত প্রাপ্তবয়স্ক নিবিড় পরিচর্যা শয্যার উপর ভিত্তি করে।

কমিশন আরও জানিয়েছেন যদি সংক্রমণের বিস্তার এই ধারায় অব্যাহত থাকে তাহলে,১ সেপ্টেম্বর ২০২১ তারিখে নিবিড় পরিচর্যা ইউনিটের ব্যবহার শতকরা ৫,৮ শতাংশে উন্নীত হবে। কমিশন আরও উল্লেখ করেছে যে কোভিড পূর্বাভাসকারী কনসোর্টিয়াম জুলাইয়ের শুরুতে সিমুলেশন গণনা তৈরি করেছিল যা সেপ্টেম্বরের শেষ পর্যন্ত করোনার সংক্রমণ বৃদ্ধি পাবে।

কমিশন আরও জানিয়েছেন যে,অস্ট্রিয়ায় পর্যাপ্ত করোনার ভ্যাকসিন বা টিকা থাকা সত্ত্বেও টিকা গ্রহণের পরিমাণ হ্রাস পাওয়ায় এবং অবকাশ থেকে ফেরত আসা মানুষের জন্য অস্ট্রিয়ায় পুনরায় করোনার নতুন সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

এক পরিসংখ্যানে বলা হয়েছে,বর্তমানে দেখা যাচ্ছে যারা করোনার প্রতিষেধক টিকা নেন নি তারাই সংখ্যায় বেশী পরিমাণে আক্রান্ত হচ্ছেন। অস্ট্রিয়ার এজেন্সি ফর হেলথ অ্যান্ড ফুড সেফটি (AGES) এর এক বিশ্লেষণে বলা হয়েছে এই গ্রীষ্মে অস্ট্রিয়া থেকে প্রায় দশ লাখ মানুষ দেশের বাহিরে অবকাশ যাপনে গিয়েছেন এবং এই অবকাশ থেকে ফেরতকারীরাই মূলত করোনার চতুর্থ প্রাদুর্ভাবের জন্য দায়ী।

অস্ট্রিয়ার করোনা কমিশন এই সপ্তাহেও সরকারকে কোন বিধিনিষেধের আরোপের কথা জানান নি বা সুপারিশ করেন নি। কমিশন পরিস্থিতি আগস্ট মাসের শেষ পর্যন্ত আরও নিবিড় পর্যবেক্ষণ করবে বলে মনে করছেন সংবাদ মাধ্যম ।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,২৫৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন। রাজধানী ভিয়েনায় আজ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩২৭ জন।অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ২৯১ জন, Steiermark রাজ্যে ১৯০ জন, NÖ রাজ্যে ১৭১ জন,Tirol রাজ্যে ৯৭ জন, Vorarlberg রাজ্যে ৬১ জন, Kärnten রাজ্যে ৫৪ জন, Salzburg রাজ্যে ৪৮ জন এবং Burgenland রাজ্যে ১৯ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সারা দেশে করোনার প্রতিষেধক টিকাদান সম্পন্ন করা হয়েছে ২৩,৯৭৭ ডোজ এবং এই পর্যন্ত দেয়া হয়েছে ১,০২,৭৫,৬৮১ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ সম্পন্ন করেছেন ৫০,৮৪,২৭৮ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৫৭ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায়  আক্রান্তের সংখ্যা ৬,৭৪,০৭৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭৬১ জন।করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৬,৫২,১৮০ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১১,১৩৬ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ৭২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩০১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »